ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ‘এটা আমাদের গল্প’ সিনেমার জন্য বাফটা অ্যাওয়ার্ড পেয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই অর্জনের কথা জানিয়েছেন তিনি। পুরস্কার হাতে নিয়ে ছবি দিয়ে আবেগঘন এক পোস্টও করেছেন।
একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই পুরস্কারটি পাওয়া শুধুমাত্র আমার কাছে একটা প্রাপ্তি নয়, আমার কাছে ভালোবাসা বিশ্বাস এবং সবার আশীর্বাদ।’
অপরাজিতার কথায়, ‘সবাইকে বিশেষ করে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের শুভাকাঙ্ক্ষী, পুরো টিম এবং যারা এই যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। এটা আমাদের গল্প সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি ধন্য।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘আমার আন্তরিক ধন্যবাদ পরিচালক মানসী সিনহা এবং প্রযোজক শুভঙ্কর মিত্রকে আমার ওপর বিশ্বাস রাখার জন্য। এই পুরস্কার আমাকে আগামী দিনে আরো ভালো কাজ করার অনুপ্রাণা দিল।’
উল্লেখ্য, ‘এটা আমাদের গল্প’ সিনেমায় শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন অপরাজিতা। এটি গত বছরের ২৬ এপ্রিল মুক্তি পেয়েছিল। এই ছবির মাধ্যমেই বাংলাদেশের অভিনেত্রী তারিন জাহান টলিউডে অভিষেক করেন।
অভিনয়ের পাশাপাশি অপরাজিতা আঢ্য একটি ডান্স স্কুলও চালান। সেখানেও তিনি বেশ সক্রিয়। গত কয়েক বছর ধরে তিনি একান্নবর্তী, চিনি’র মতো সিনেমায় বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
এবি/এসএন