দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।
এদিন বেলা ১১টা পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া যে কয়টি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে প্রায় তিনগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। এসময় পর্যন্ত ডিএসইতে ২০৯ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯২ পয়েন্টে অবস্থান করছে।
এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৪ পয়েন্টে উঠেছে।
প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২২১টির। বিপরীতে কমেছে ৭৮টির। আর ৯০টির দর অপরিবর্তিত ছিল।
বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ২০৯ কোটি ৪২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। রোববার এ সময় পর্যন্ত ২২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে টেকনো ড্রাগস লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল শাইনপুকুর সিরামিক লিমিটেড।
ইএ/টিকে