বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান এবার ভিন্নধর্মী এক ভাবনা নিয়ে হাজির হয়েছেন। সিনেমার শিক্ষাকে নতুন রূপ দিতে তিনি স্বপ্ন দেখছেন একটি গুরুকুল ধারার চলচ্চিত্র শিক্ষালয় গড়ার। প্রচলিত একাডেমির মতো কেবল প্রযুক্তি ও কৌশল শেখানো নয়, বরং তিনি মনে করেন চলচ্চিত্র বুঝতে হলে আগে জানতে হবে মনস্তত্ত্ব, সমাজবিদ্যা, ইতিহাস, পুরাণ, সংগীত ও শিল্পকলা। তার মতে, চলচ্চিত্র এখনো নবীনতম শিল্পমাধ্যম, যা এই ভিত্তিমূলক জ্ঞানের আলোয় পরিপূর্ণতা পায়।
সম্প্রতি কমল নাহতারের পডকাস্ট গেম চেঞ্জার-এ আমির তার স্বপ্নের পরিকল্পনা খুলে বলেন। তিনি জানান, যদি কখনো চলচ্চিত্র বিদ্যালয় শুরু করেন, তবে সেটি হবে গুরুকুল ধাঁচে। যেখানে মাত্র দশজন শিক্ষার্থীকে নিজের কাছে রাখবেন, তাদের সঙ্গে কাজ করবেন, প্রতিদিনের চর্চার ভেতর দিয়ে শেখাবেন চলচ্চিত্রের আসল পাঠ।
আমিরের এই অনন্য চিন্তাধারায় সাড়া দিয়েছেন তার সহকর্মীরাও। হৃতিক রোশন সামাজিক মাধ্যমে তার ভিডিও শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ভক্ত ও ইন্ডাস্ট্রির অনেকেই এটিকে যুগান্তকারী উদ্যোগ বলে অভিহিত করেছেন। বলিউডে আমির খান যেভাবে খুঁটিনাটি বিষয়ে নজর রাখেন, এই ধারণাকেও তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
পেশাগত দিক থেকে আমিরকে শেষ দেখা গেছে রজনীকান্ত অভিনীত কুলি ছবিতে। এখন তিনি ব্যস্ত তার জীবনের সবচেয়ে বড় প্রকল্প নিয়ে মহাভারত অবলম্বনে এক বিশাল ক্যানভাসের সিনেমা নির্মাণে।
এমকে/এসএন