ওপার বাংলার অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। এবার এক পোস্টে ছোটবেলার স্মৃতি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বাবার সঙ্গে বিশেষ মুহূর্তের এক ঘটনাই ভাগ করে নিলেন সুদীপা। অনেক দিন হল বাবাকে হারিয়েছেন তিনি। কিন্তু তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনও মনে পড়ে।
ছোটবেলায় সন্তানদের অনেক ধরনের প্রশ্ন থাকে মা-বাবার কাছে। তেমনই সুদীপাও বাবার কাছে অনেক ধরনের অবুঝ প্রশ্ন করতেন। সবটাই তার বাবা ধৈর্য ধরে শুনতেন। একা বসে থাকলে এই কথাগুলোই বার বার মনে পড়ে তার।
বাবার কথা উল্লেখ করে সুদীপা পোস্টে লিখেছেন, ‘ছোট থেকেই আমি বিয়ে করতে চাইতাম। তবে শ্বশুরবাড়ি, স্বামীর জন্য নয়। বেনারসি শাড়ি আর উত্তরাধিকারসূত্রে পাওয়া গয়নার লোভে বিয়ে করতে চাইতাম। আর মন দিয়ে আমার সব কথা শুনতেন বাবা।’
তার কথায়, ‘আমার বোকা কথার সবসময় গুরুত্ব দিতেন বাবা। সব কথা শুনে বলতেন কীভাবে হবু শ্বশুর-শাশুড়ির মাথা চিবিয়ে খাব। কোনো দিনও ফেলে দেননি আমার কোনো প্রশ্ন।’
এসএস/এসএন