গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। যেখানে অংশ নিয়েছেন দেশি ক্রিকেটাররা। এরপর আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের আগে এই এনসিএল আয়োজনে অনেক সুফল দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
আজ সোমবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন এনসিএলে ভালো করা ক্রিকেটারদের দিকে বাড়তি নজর থাকবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকদের। ফলে দেশি ক্রিকেটাররা যেন এই টুর্নামেন্ট দিয়ে নজর কাড়তে পারেন সেই আশা রাখছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
আশরাফুল বলেন, 'মাত্র গত বছরই চালু হয়েছে টি-টোয়েন্টি, এনসিএল টি-টোয়েন্টি চালু হয়েছে, এটা সেকেন্ড ইয়ার। তো আমি আশা করবো যে এটা অবশ্যই অনেক উপকার দিবে প্রত্যেকটা প্লেয়ার, ম্যানেজমেন্ট, ওনার, সবাইকেই এই টুর্নামেন্টটা হওয়ার কারণে আমার মনে হয় যে বিপিএলে যখন নিলাম হবে, তখন সবার জন্যই খুব চমৎকারভাবে স্পষ্ট ধারণা থাকবে যে কোন প্লেয়ারটা এই ফরম্যাটে ভালো করছেন, তাদেরই হয়তো বিবেচনা করবেন।'
আশরাফুল আরো বলেন, 'আমাদের বেশিরভাগ প্লেয়ার চেষ্টা করে বিপিএল নিলামের আগে তারা একটু ওয়ান-ডে স্টাইল বা টি-টোয়েন্টি স্টাইলে খেলার, হাই স্ট্রাইক রেটে খেলার চেষ্টা করে। যদিও এটা সম্পূর্ণ ভুল চিন্তা-ভাবনা।
তো এইবার একটা ভালো জিনিস যে বিপিএল অকশনের আগে টি-টোয়েন্টি খেলা হচ্ছে। আমাদের এখানে যারা পারফর্ম করবেন, যখন আমরা অকশনে বসবো যারা ওনাররা অকশনে বসবেন, কোচ, টিম ম্যানেজমেন্ট যারা বসবেন, তারা হয়তো এই পারফরম্যান্সগুলো তারা চিন্তা করে সিলেকশনটা করবেন।'
এমকে/এসএন