ন্যায়ভিত্তিক শাসনে না ফিরলে মবের মূলক শব্দটি সাহিত্য থেকে বাস্তবের ঠিকানায় চিরস্থায়ী হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান।
তিনি বলেছেন, কাউকে চোর ভেবে হাত পা ভেঙে দেওয়া, চোখ উপড়ে ফেলা- এগুলো রাজনীতি নয় কুক্রোধ। অথচ এই ক্রোধই আজ নীতিকে ক্রাশ করছে। গণপিটুনির পরিসংখ্যান ভয়ানক।
মানবাধিকার সংস্থাগুলোর নিয়মিত আপডেট দেখলেই বোঝা যায়, বছরের প্রথম সাত মাসেই ডজন ডজন প্রাণ গেছে। শত শত ঘটনায় মানুষ আহত। আইন ও সালিশ কেন্দ্রের মাসিক চিত্রগুলোতে রাজনৈতিক সহিংসতা গণপিটুনি, নারী ও শিশু নির্যাতনের রেখাচিত্রের যে ঊর্ধ্মুখী ঢাল দেখা যায়, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, দুর্ঘটনা নয়।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।
জিল্লুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর আক্রমণ এখন স্বাভাবিক। আদালতের ভেতরে রিপোর্টারকে পেটানো হচ্ছে। বিচারক নির্বিকার, পুলিশ নিষ্ক্রিয়— এমন বর্ণনা পড়তে পড়তে মনে হয়, আমরা কি সত্যি আদালত নামের নিরাপদ ঘরটিকেও জনতার আদালতে বদলে ফেলছি?
তিনি বলেন, যে দেশের সাংবাদিককে আদালতে দম বন্ধ করে ধরা হয়, সে দেশের তথ্যের স্বাধীনতা একদিনে মরে না। প্রতিদিন একটু একটু করে রক্তক্ষরণে শুকিয়ে যায়।
পুলিশ ভুল জায়গায় পুরনো স্মার্টনেস দেখাচ্ছে মন্তব্য করে জিল্লুর রহমান বলেন, রাজপথে আবার পুলিশের পুরনো স্মার্টনেস ফেরত আসছে কিন্তু ভুল জায়গায়। নারী অধিকার নিয়ে করা মিছিলে সাদা পোশাকধারী যে আচরণ দেখালো, ছবি দেখেই বুক কেঁপে ওঠে। আগে এমন ছবি কম দেখতাম বলে নয় বরং নারী রাস্তায় নামতে সাহস করতো না বলেই। গত বছরের শেষ দিকে নারীদের অংশগ্রহণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১১ জন নারী প্রাণ দিয়েছেন- এ তথ্য সরকার নিজেই নথিবদ্ধ করেছেন।
তারপরও যদি একই রকম বেপরোয়া বল প্রয়োগ দেখি, তবে প্রশ্ন জাগে পুলিশ কি পেশাদার দায়িত্ব ফিরতে পারছে নাকি আগের রাজনৈতিক ক্যাডার মানসিকতা নিয়ে চলছে।
এই উপস্থাপক বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের কার্যালয় বন্ধ করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি সামনে এনে যে মব তৈরি করছে, সেটাও অনেকের কাছে প্রশ্ন তুলছে। অনেকের মধ্যে এই প্রশ্নও উঠছে- কেন এমনটা হচ্ছে? মূলধারার গণমাধ্যমে আর আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে প্রতিবেদন ও প্রতিক্রিয়া প্রকাশিত হচ্ছে, সেগুলো একই বার্তা দিচ্ছে। একই ধরনের ঘটনার ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়ে প্রতিষ্ঠান নিজের বিশ্বাসযোগ্যতায় খুইয়ে ফেলছে। আইনের শাসন কেবল স্লোগান নয় অপারেটিং সিস্টেম। সেই সিস্টেমের কয়েক কয়েকটি স্ক্রু আলগা হয়ে গেছে।
কেএন/টিকে