ফরিদপুরের ভাঙ্গায় অবরোধের সপ্তম দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি সড়কে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভাঙ্গার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
অবরোধকারীদের কোথাও দেখা যায়নি। তবে সড়কে কমসংখ্যক যানবাহন চলাচল করছে।
ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ জানান, রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভাঙ্গার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, মাঠে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবি/টিকে