বাংলাদেশ সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-২৩ ও সাফ অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। সাফের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর এএফসি’র টুর্নামেন্টের মূলপর্বে খেলার লক্ষ্য ছিল বাংলাদেশের। দুই টুর্নামেন্টের কোনোটাইতেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তাই আজ (মঙ্গলবার) বিকেলে বাফুফে ভবনে সভাপতি তাবিথ আউয়াল দুই দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টকে তলব করেছিলেন।
এএফসি অ-২৩ টুর্নামেন্টের জন্য কখনও বিদেশে দল পাঠায়নি বাফুফে। এবারই প্রথম অ-২৩ দল প্রীতি ম্যাচও খেলেছে। এরপরও বাংলাদেশ ভিয়েতনামে তিন ম্যাচের মধ্যে প্রথম দুটিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তাই স্বাভাবিকভাবেই বাফুফে সভাপতির জেরার মুখে পড়তে হয়েছে কোচ হাসান আল মামুনকে। ব্যর্থতার কারণ হিসেবে তিনি খেলোয়াড়রা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি, এটাই সামনে এনেছেন বলে জানা গেছে।
কোচ হাসান আল মামুন অ-২৩ টুর্নামেন্টকে ডেভলপমেন্ট হিসেবে দেখেছেন। সভাপতির সামনে এমন মন্তব্য করার পর কড়া সমালোচনার মধ্যে পড়েন তিনি। সভাপতি তাকে স্পষ্টভাবে বলে দেন, সিনিয়র দলের একাধিক খেলোয়াড়, এক মাসের প্রস্তুতির পর ডেভলপমেন্ট নয় ফলাফলের প্রত্যাশা ছিল। অ-২৩ দল শেখার জায়গা নয়।
টিম পারফরম্যান্স ছাড়াও মাঠে খেলোয়াড়দের একাধিক কার্ড পাওয়া, মাঠের বাইরে খেলোয়াড়দের শৃঙ্খলার বিষয়গুলোও উঠে এসেছে আজকের বৈঠকে। জনি দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এরপরও তাকে ভিয়েতনাম না রেখে দেশে পাঠানো হয়নি কেন এমন আলোচনা হয়েছে। একেবারে শেষ মুহূর্তে গোল হজমের সংস্কৃতি নিয়ে কোচকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
সভাপতির সঙ্গে বৈঠক শেষে অ-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘অ-২৩ দলের জন্য আলাদা কোচিং স্টাফ প্রয়োজন। আগামী বছর সেপ্টেম্বর এশিয়ান গেমসের জন্য এখন থেকেই অ-২৩ দল নিয়ে পরিকল্পনা করা হবে। কোথায়-কখন অ-২৩ দলের প্রীতি ম্যাচ খেলানো যায় সেটাও খুঁজতে বলেছেন সভাপতি।’
অ-২৩ দলের আনুষ্ঠানিক হেড কোচ ছিলেন সাইফুল বারী টিটু। ক্যাবরেরার নির্দেশে মূলত মামুনই দল চালিয়েছেন। ভিয়েতনামে গিয়ে অসুস্থ ছিলেন টিটু। এখন চট্টগ্রামে কোচিং কোর্সে থাকায় তাকে আর জেরার মুখোমুখি হতে হয়নি।
অ-২৩ পুরুষ দলের আগে অ-১৭ নারী দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট সভাপতির কক্ষে ছিলেন প্রায় আধঘণ্টা। সাফ অ-২০ নারী টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবারের মতো এএফসির মূল পর্বেও খেলবে তারা। সাফ অ-১৭ দল ভুটানে গিয়ে প্রথমবারের মতো তাদের সঙ্গে ড্র করে। ভারতের বিপক্ষে একবার জিতলেও আরেকবার হেরেছে।
সাফ অ-১৭ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান লিটু বলেন, ‘সভাপতি বলেছেন, তিনি চান আমরা যেন প্রতি ম্যাচেই জিতি। সামনে অ-১৭ এএফসি টুর্নামেন্ট রয়েছে, সেখানে ফোকাস রাখতে বলেছেন।’
এসএস/এসএন