এশিয়া কাপের গ্রুপ পর্বে তিন ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশ। 'এ' গ্রুপে এখন তিন দলেরই পয়েন্ট সমান ২। তবে ব্যবধান আছে রান রেটে। ৪ পয়েন্ট ও +১.৫৪৬ নেট রান রেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। দুইয়ে আছে বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট তাদের। যেখানে বাংলাদেশের নেট রান রেট –০.২৭০। যেখানে তিন থাকা আফগানরা এগিয়ে আছে নেট রান রেটে।
২ পয়েন্ট হলেও তাদের রান রেট +২.১৫০। এমন অবস্থায় শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যদি আফগানরা জিতে যায় তখন তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। তবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আরনল্ড মনে করেন লঙ্কানরা বাংলাদেশের কথা ভাববে না।
১৮ সেপ্টেম্বর শেষ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সেই ম্যাচে নিজেরা ভালো খেলে পরের রাউন্ডে যেতে চাইবে শ্রীলঙ্কা বলে মনে করেন তিনি। আর নিজেদের ভাগ্যও নিজেই নিয়ন্ত্রণ করবে শ্রীলঙ্কা। তবে তিনি আশবাদী শ্রীলঙ্কা ভালো খেললে উপকৃত হবে বাংলাদেশও। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে চোখ থাকবে এই ধারাভাষ্যকারের।
দুবাইতে গণমাধ্যেমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'দেখুন, শ্রীলঙ্কা বাংলাদেশকে নিয়ে ভাববে না। তারা ভাববে তাদের কীভাবে খেলা উচিত, কীভাবে তাদের উন্নতি করা দরকার এবং সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করবে। আশা করি, তারা পরের পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ভালো খেলবে এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণ করবে। আর আশা করি, বাংলাদেশ এর থেকে উপকৃত হবে।'
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন আরনল্ড। ফলে খুব কাছ থেকেই বাংলাদেশের নাটকীয় জয় দেখেছেন।
তার মতে এই জয়টাই দরকার ছিল বাংলাদেশ দলের। টাইগাররা জয়ের জন্যই খেলেছে বলে মনে করেন তিনি। ম্যাচের উত্থান-পতন ও নাটকীয়তা তাকে মুগ্ধ করেছে বলেও জানালেন আরনল্ড।
তিনি বলেন, 'বেশ ভালো খেলা হয়েছে। বাংলাদেশের জেতাটা দরকার ছিল। তারা কিছু সাহসী পরিবর্তন এনেছে এবং জেতার জন্যই খেলেছে।
তাদের প্রথম দুটি ম্যাচের চেয়ে অনেক ভালো খেলেছে। তাই আমি তাদের পারফর্মেন্স দেখে সত্যিই খুশি। ম্যাচে উত্থান-পতন ছিল। তাদের টিকে থাকতে হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। এখন তারা নিজেদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। যদিও তাদের বসে অপেক্ষা করতে হবে, কিন্তু তারা এখনো টিকে আছে।'
এমআর