জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেছেন, এনসিপির জন্য প্রতিদিনই হতাশার খবর আসছে। সর্বশেষ রাজশাহীর এনসিপি’র যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা পদত্যাগ করেছেন। এগুলোর একটা প্রভাব আছে। ডাকসু নির্বাচনের পরাজয়।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
মোস্তফা ফিরোজ বলেন, নেপালে এত বড় অভ্যুত্থান করলো ছাত্ররা কিন্তু তারা দল বা সরকার করতে যায়নি। বাংলাদেশের এসনিপির সেই অগ্রযাত্রাটা কাঙ্ক্ষিত না। ফলে একটা হতাশা নেমে আসছে।
ফিরোজ আরো বলেন, কয়েকদিন আগে দেখলাম দুইজন সমারিক বাহিনীর কর্মকর্তা তারাও পদত্যাগ করেছেন। প্রায় প্রতিনিয়তই হচ্ছে এসব। শেষ পর্যন্ত কী দাঁড়ায় এটা বলা খুব মুশকিল।
পিএ/এসএন