চার বছর পর টিভি অনুষ্ঠান উপস্থাপনায় ফিরছেন অক্ষয় কুমার। সনি টিভির ‘হুইল অফ ফরচুন’ নামে একটি গেম শো নিয়ে নতুন বছরে হাজির হচ্ছেন তিনি। তবে এটি কোনো মৌলিক শো নয়।
সত্তুর দশকে যুক্তরাষ্ট্রের এনবিসি চ্যানেলে গেম শোটির প্রচার শুরু হয়েছিল। এরপর নানা চ্যানেল ঘুরে বর্তমানে প্রচার হচ্ছে এবিসি চ্যানেলে। এটি এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় এবং দীর্ঘ সময় ধরে চলা গেম শো। এখানে প্রতিযোগীরা একটি বিশাল চাকা ঘুরিয়ে ধাঁধা সমাধান করে নগদ অর্থ ও পুরস্কার জিতে নেয়।

এ পর্যন্ত ৬০টির বেশি দেশে রিমেক হয়েছে ‘হুইল অফ ফরচুন’। হিন্দিতে রিমেকের জন্য স্বত্ব পেয়েছে ভারতের সনি টিভি। নতুন বছরে এটিই হতে যাচ্ছে সনি টিভির সবচেয়ে ব্যয়বহুল অনুষ্ঠান। সেট ডিজাইন, অনুষ্ঠান পরিকল্পনা, প্রচার, তারকাদের সংশ্লিষ্ট করাসহ নানাভাবে এ অনুষ্ঠানের পেছনে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করছে চ্যানেলটি।
আগামী জানুয়ারির মাঝামাঝি সময় থেকে এই গেম শোর শুটিং শুরু করবেন অক্ষয়। উল্লেখ্য, ২০০৪ সালে রিয়েলিটি শো ‘সেভেন ডেডলি আর্টস’-এর উপস্থাপক হিসেবে টেলিভিশন জগতে পা রাখেন অক্ষয়। এরপর তিনি ‘খতরকে খিলাড়ি’র প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ সিজন সঞ্চালনা করেন। ২০১০ সালে ‘মাস্টারশেফ ইন্ডিয়া সিজন ১’-এ বিচারক ছিলেন।