চাকসু নির্বাচনে ২৭ হাজার ভোটারের বিপরীতে প্রার্থী ১০৮৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ হয়েছে। তিন দিনে মোট ১০৮৮ মনোনয়ন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।


এর আগে, গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণ শেষ হয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়ন বিতরণের কথা থাকলেও প্রার্থীদের উপচেপড়া ভিড়ের কারণে সময় বৃদ্ধি করা হয়।

চাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মনোনয়নের তৃতীয় দিনে কেন্দ্রীয় সংসদে ৩৯১টি ও হল সংসদে ৫১৬টি মনোনয়ন বিক্রি হয়েছে। এর মধ্যে ছেলেদের হলে ৪৪১টি এবং মেয়েদের হলে ১৪৮টি। তিন দিনে কেন্দ্রীয় সংসদে মোট মোট ৪৭৪টি এবং হল সংসদে মোট ৬০০টি মনোনয়ন বিক্রি হয়েছে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলে সর্বমোট ১০৮৮টি মনোনয়ন বিক্রি হয়েছে।

ছাত্রদল-ছাত্রশিবিরের মনোনয়ন সংগ্রহ: এদিকে দুপুর ২টার দিকে চাকসু নির্বাচন কার্যালয় থেকে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা। তবে বুধবার প্যানেল ঘোষণা করবে বলে জানিয়েছে দুটি সংগঠনের নেতৃস্থানীয়রা।

ছাত্রদল নেতারা বলেছেন, প্যানেল বা জোটের বিষয়ে তারা কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। অন্যদিকে ছাত্রশিবিরের নেতারা বুধবার সবকিছু পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন উভয় সংগঠনের নেতারা।

প্রীতিলতা হল সংসদে ছাত্রীসংস্থার ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ এদিকে প্রীতিলতা হল সংসদে ইসলামী ছাত্রীসংস্থার ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এতে সহসভাপতি (ভিপি) পদে হিসাববিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মিজবাউল জান্নাত তারিন, জিএস পদে আরবি বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আফরিদা রিমা।

এছাড়া দপ্তর সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাবিহা, যোগাযোগ ও আবাসন পদে নাজমুন নাহার, সাহিত্য সম্পাদক পদে সিরাজুল মনিরাসহ অন্যান্য পদে সংস্থার নেতৃবৃন্দ মনোনয়ন নিয়েছেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমরা যেরকম আশা করেছিলাম এর থেকে অনেক ভালো পরিমাণে সাড়া পেয়েছি শিক্ষার্থীদের থেকে। তাদের উচ্ছ্বাস দেখে ভালো লাগছে। তবে আমরা এখনো আশাবাদী, পুরো ক্যাম্পাসজুড়ে যে উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি সেটি নির্বাচনের আগ পর্যন্ত বজায় থাকবে। আমরা আরও আশাবাদী যে, একটি স্বচ্ছ, নিরপেক্ষ শিক্ষার্থীবান্ধব চাকসু নির্বাচন আমরা উপহার দিতে পারব।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪। চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img

ব্রাহ্মণবাড়িয়া-২

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন রুমিন ফারহানা Dec 27, 2025
img
জন্মদিনে ‘দাবাং’ স্টাইলে কেক কাটলেন সালমান খান Dec 27, 2025
img
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা বদল নিয়ে ক্রিকেটারদের প্রতিক্রিয়া কী? Dec 27, 2025
img
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছালেন তারেক রহমান Dec 27, 2025
img
ইসিতে গিয়ে আজ ভোটার হবেন তারেক রহমান Dec 27, 2025
img
ফরিদপুরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৩ Dec 27, 2025
img
মহেশপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় আহত ৩, নিহত ১ Dec 27, 2025
img
নারী ফুটবল লিগে দলবদলের সময় বৃদ্ধি পেয়েছে একদিন Dec 27, 2025
img
ভিয়েতনামে বাস উল্টে প্রাণ গেল ৭ জনের Dec 27, 2025
img
হাদির কবর জিয়ারত করতে রওনা হলেন তারেক রহমান Dec 27, 2025
img
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা : ১৪ হাজার পদে বিপরীতে প্রতিদ্বন্দ্বী করবেন ১০ লাখ প্রার্থী Dec 27, 2025
img
কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের মিছিলে অংশ নিয়ে প্রাণ গেল কর্মীর Dec 27, 2025
img
'দ্য কিউরের' গিটারিস্ট পেরি ব্যামন্ট আর নেই Dec 27, 2025
img
১০ ব্যান্ডের নতুন গান নিয়ে ব্যান্ড উৎসব Dec 27, 2025
img
ভারতীয় ক্রিকেটারদের সমালোচনায় সরব পাক অভিনেতা কুমৈল Dec 27, 2025
img
সালমান খানের জন্মদিন আজ, ৬০ বছর বয়সে কত সম্পত্তির মালিক হলেন তিনি? Dec 27, 2025
img
অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হলো কম্বোডিয়া-থাইল্যান্ড Dec 27, 2025
img
কুড়িগ্রামে বিয়ের গেটে উঠল ওসমান হাদি হত্যার বিচারের দাবী Dec 27, 2025
img
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, ১ জনের প্রানহানি Dec 27, 2025
img
বছর শেষে আলোচনায় ঢালিউডের এই ৫ সিনেমা Dec 27, 2025