জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষে তিনি এই মন্তব্য করেন।
এসময় নাহিদ বলেন, শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামীলীগসহ যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। গুমের ঘটনায় অন্য বাহিনীর সদস্য যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনতে হবে।
জবানবন্দিতে নাহিদ ২০১৮ সালের কোটাবিরোধী আন্দোলন, পাশাপাশি ২০২৪ সালে জুলাই আন্দোলনের সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি ১৪ জুলাই রাজাকারের নাতিপুতি বলে শেখ হাসিনার মন্তব্য, ১৫ জুলাই আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আন্দোলন বন্ধে ডিজিএফআইয়ের চাপ, পুলিশের ভূমিকা, ১৬ জুলাই আবু সাঈদের হত্যা পর বিক্ষোভ কর্মসূচিসহ ১৯ জুলাই কমপ্লিট শাটডাউন পর্যন্ত আন্দোলনের চিত্র তুলে ধরেন।
নাহিদ বলেন, ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের বন্ধ ঘোষণা করা হয়। তখন ডিজিএফআইয়ের পক্ষ থেকে আন্দোলন বন্ধ করতে বলা হয় এবং সরকার সঙ্গে চাপ দিতে থাকে। কিন্তু সেটা আমরা প্রত্যাখ্যান করি।
নাহিদ আরও বলেন ২০১৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হয়।
সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ইউটি/টিএ