একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন বাঁহাতি স্পিনার। ৮ রানের জয়ে এশিয়া কাপে শেষ চারের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
নিজেদের কাজটা করে স্বপ্ন বাঁচিয়ে রাখলেও সুযোগ পাওয়াটা নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলে।
আগামীকাল আবুধাবিতে শ্রীলঙ্কা আফগানদের হারালেই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান কমপক্ষে ৬৫ রানে কিংবা ৫০ বল হাতে রেখে হারায় তখন সুযোগ মিলবে লিটন দাসদের। তবে এই সমীকরণটা একটু কঠিনই। তাই সহজ সমীকরণ হিসেবে শ্রীলঙ্কার জয়ই চাইবে বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের নায়ক নাসুমও তা-ই করবেন কি না জানতে চাওয়া হয়েছিল বাঁহাতি স্পিনারের কাছে। কৌশলী উত্তর দিয়েছেন বাংলাদেশি স্পিনার। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ১১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া স্পিনার বলেছেন, ‘যারা ভালো খেলবে, তারাই জিতবে। নির্দিষ্ট কারো জন্য দোয়া বা সাপোর্ট করার প্রয়োজন মনে করছি না।
যেটা লেখা আছে কপালে, সেটাই হবে। এটা নিয়ে এত ভাবছি না, যা হওয়ার, তা-ই হবে।’
নিজের পারফরম্যান্স নিয়ে নাসুম বলেছেন, ‘আল্লাহ তো একজন আছেন-ই। উনার শুকরিয়া আদায় করতেই হবে। তাই হাত উঁচু করে আল্লাহকে কৃতজ্ঞতা জানিয়েছি।
আর আমি সব সময় খেলার জন্য প্রস্তুত থাকি। যখনই সুযোগ আসে চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার। তবে অনেক সময় হয় আবার অনেক সময় হয় না। আমি এভাবে পারফর্ম করতে পারি এটার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া।’
এবি/টিএ