ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের মিছিলগুলোর নেতৃত্ব দেয়ার অপরাধে তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও ইন্দিরা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল আলম গাজীপুরের কাশিমপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগে আশরাফুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, সম্প্রতি শেরেবাংলা নগর এলাকায় আওয়ামী লীগের এক মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় আশরাফুল আলমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার ফেসবুক মেসেঞ্জার থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিক্ষক আশরাফুলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি মোবারক হোসেন।
কেএন/টিকে