বরিশালের ৬ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

বরিশাল জেলার সংসদীয় ৬টি আসনে রিকশা প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশাল প্রেস ক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের বরিশাল জেলার উপদেষ্টা মাওলানা মুহাম্মদ জুবায়ের গালিব।

এ সময় আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রবিরোধী দলসমূহের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি এবং স্মার্ট, নিরাপদ ও শিল্পোন্নত বরিশাল নগরী গড়ে তুলতে ১৩ দফা ইশতেহার ঘোষণা করেন খেলাফত মজলিসের নেতারা।

৬টি আসনে প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন- বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) মুহাম্মাদ ফখরুল ইসলাম, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) মুহাম্মাদ আশিকুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) মাওলানা মুহাম্মাদ জুবায়ের গালিব, বরিশাল-৫ (সদর) মুফতি সুলতান মাহমুদ ও বরিশাল বরিশাল-৬ (বাকেরগঞ্জ) মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান।

এর আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- খেলাফত মজলিস জেলা শাখার উপদেষ্টা মাওলানা জুবায়ের গালিব। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন- কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। উপস্থিত ছিলেন- সংগঠনের বরিশাল জেলার সাধারণ সম্পাদক এনামুল হক এবং ৬টি আসনের প্রার্থীসহ অন্যা নেতারা।

মতবিনিময় সভায় খেলাফত মজলিসের নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কর্মসূচি ও প্রার্থীদের পরিচিতি তুলে ধরে বলেন, দেশের সার্বিক সংকট সমাধান, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিস অঙ্গীকারবদ্ধ।

তারা বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচনবিহীন চলতে পারে না। কিন্তু এ অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের সাধ্যমে গঠিত হয়েছে। তাদের নিকট জাতির প্রত্যাশা অনেক। বিশেষ করে তারা বিচার, সংস্কার ও নির্বাচনের ওয়াদাবদ্ধ হয়ে ক্ষমতাসীন হয়েছেন। তাই আগামী নির্বাচনের আগে দৃশ্যমান বিচার ও সংস্কারসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান নেতারা।

দাবিগুলো হলো- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করা, আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রবিরোধী দলসমূহের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা।

নেতারা বলেন, আমরা মনে করি এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন ছাড়া কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে এই দাবিগুলো কার্যকর করতে হবে। একই সঙ্গে খেলাফত মজলিস বিজয়ী হলে বরিশালকে একটি স্মার্ট, নিরাপদ ও শিল্পোন্নত নগরীতে রূপান্তরিত করতে ১৩ দফা অঙ্গীকার ঘোষণা করেন।

অঙ্গীকারগুলো হলো- ১. পরিকল্পিত নগর উন্নয়ন করা, ২ নদী ভাঙন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকরী ব্যবস্থাগ্রহণ, ৩. শিল্প উন্নয়ন ও বিনিয়োগ আহ্বান, ৪. শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন করা, ৫. স্বাস্থ্যসেবা আধুনিকীকরণ, ৬. কর্মসংস্থান ও বেকারত্ব হ্রাস করা, ৭. মাদক নির্মূল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত, ৮. কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ৯. পর্যটন ও সংস্কৃতি উন্নয়ন, ১০. সংখ্যালঘু জনহোষ্ঠার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা, ১১. ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধ প্রতিষ্ঠা করা, ১২. যুব ও কর্মসংস্থান উন্নয়ন এবং ১৩. নারী, শিশু ও প্রবীণদের সুরক্ষা নিশ্চিত করা।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img

চাঁদপুর-২ আসন

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : ড. জালাল Nov 05, 2025
img
বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ কাজে লাগাতে চায় নেপাল Nov 05, 2025
img
মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২৮-৩১ ডিসেম্বর Nov 05, 2025
img
কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসে বাজিমাত করল 'মাঞ্জুম্মাল বয়েজ' Nov 05, 2025
img
রাশমিকা মান্দানার সাহসী পদক্ষেপ: ‘দ্য গার্লফ্রেন্ড' সিনেমায় পারিশ্রমিক ছাড়াই অভিনয় Nov 05, 2025
img
আলিয়া ভাটের নতুন স্পাই ছবি আলফা মুক্তি পাবে এপ্রিল ২০২৬-এ Nov 05, 2025
img
জাতীয় দলের কোচের পদ ছাড়ছেন সালাউদ্দিন Nov 05, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের শুনানি আজ Nov 05, 2025
img
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ! Nov 05, 2025
img
গাজীপুরে ঝুটের গুদামে আগুনে পুড়ে ছাই লাখ টাকার মালামাল Nov 05, 2025
img
রাজনীতির গতি প্রকৃতি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে : গোলাম মাওলা রনি Nov 05, 2025
img
আমি খুব শীঘ্রই অবসরে যাচ্ছি: রোনালদো Nov 05, 2025
img
সালমান খানের ভাইরাল ওয়ার্কআউট ছবি প্রমাণ করল, বয়স শুধুই একটি সংখ্যা Nov 05, 2025
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'দে দে প্যায়ার দে ২' এর নতুন গান Nov 05, 2025
img
জন্মদিনে প্রকাশিত হলো নানির মা হিসেবে সোনালির চরিত্র Nov 05, 2025
img
ফোকবিটে ঝড় তুলছেন রবি তেজা ও আশিকা! Nov 05, 2025
img
অভিনয় নয়, গায়িকা হতে চেয়েছিলেন শ্রদ্ধা দাস Nov 05, 2025
img
সালমানের জীবা জি চরিত্রে শুটিং শুরু, আফজাল খানের দৃশ্য পিছালো ডিসেম্বর পর্যন্ত Nov 05, 2025
img
২০২৬ সালে মুক্তি পাচ্ছে সালমান খানের নতুন সিনেমা Nov 05, 2025
img
পুরস্কার নয়, দর্শকের ভালোবাসা মূল : ইয়ামি গৌতম Nov 05, 2025