লক্ষ্মীপুরে ঔষধের দোকানে মদ বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ২৩ লিটার কেরু মদ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সদর থানা রোড এলাকায় প্রথমে ‘জয় ফার্মা’ নামের একটি ঔষধের দোকানে এবং পরে দোকানের পেছনের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মদ ব্যবসায়ী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং কর্মচারী শ্রীধাম বাছার।
আটক কিশোর কুমার সাহা লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী ও পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। তার ছেলে জয় সাহা একই এলাকার বাসিন্দা এবং অপর আটক শ্রীধাম বাছার চাঁদপুরের হাইমচরের মৃত অনিল চন্দ্র বাছারের ছেলে।
সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোর কুমার দীর্ঘদিন ধরে বাসার সামনের ঔষধের দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করে অবৈধভাবে মদ বিক্রি করে আসছিলেন। অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে সদর থানায় হস্তান্তর করা হবে।
এমকে/এসএন