জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির একটি নতুন খসড়ার প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবারের (১৮ সেপ্টেম্বর) বৈঠকে নিরাপত্তা পরিষদে উত্থাপন করা এই প্রস্তাবটি নিয়ে এখন পর্যন্ত ষষ্ঠবার গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিলো দেশটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থায়ী ও অস্থায়ী মিলে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল।
গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে চলা সংঘাতের প্রায় ২ বছর হতে চলেছে। এ সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত ছয়টি প্রস্তাবের ভোটাভুটিতে ভেটো দিয়েছে ওয়াশিংটন। ভেটোকে ‘মানবতার পরাজয়’ বলে আখ্যা দিয়েছে আল জেরিয়া।
এদিকে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। টানা বিমান হামলা ও স্থল অভিযানে বিধ্বস্ত হয়েছে আবাসিক এলাকা।
দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সামরিক অভিযানের সময় বিস্ফোরণে ইসরাইলের এক কর্মকর্তা ও তিন সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযান চালানোর সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।
একইদিনে দক্ষিণ লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করে তেল আবিব। লেবাননের বিভিন্ন এলাকায় ধোঁয়া ও বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। হামলার আগে পাঁচটি গ্রাম খালি করার নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী।
লেবাননের প্রধানমন্ত্রীর এ হামলার কড়া নিন্দা জানান। স্থানীয়রা অঙ্গীকার করেছেন, ধ্বংসস্তূপের মধ্যেও লড়াই চালিয়ে যাবেন। হিজবুল্লাহ আইনপ্রণেতার অভিযোগ, কূটনীতি বা আন্তর্জাতিক নিশ্চয়তার কোনো মূল্য রাখে না ইসরাইল।
অন্যদিকে ইসরাইলে নতুন করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় বেড়ছে আঞ্চলিক উত্তেজনা। আকাশে ক্ষেপণাস্ত্র শনাক্তের পর জেরুজালেম ও তেল আবিবে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে নেতানিয়াহু প্রশাসন। একটি ড্রোন গিয়ে পড়ে দক্ষিণ ইসরাইলের ইলাত শহরে।
স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও হতাহতের ঘটনা ঘটেনি। তবে একটি হোটেল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হুতিরা বলছে, এসব হামলা গাজার সমর্থনে চালানো হয়েছে।
পিএ/এসএন