জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়। জামালপুর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় খাবারের তালিকা দেখাতে ব্যর্থ হয় হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সমন্বিত জামালপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। দুদক প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণসহ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন। রোগীদের সেবার মান ও খাবারের মান সম্পর্কে ধারণা গ্রহণ করেন এবং প্যাথলজি সেবা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের পয়ঃনিষ্কাশন ও সার্বিক পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিন যাচাই করেন। এছাড়া রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ করা হচ্ছে কিনা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন। তবে দুদকের কাছে সংশ্লিষ্টরা হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দ খাবারের তালিকা দেখাতে ব্যর্থ হয়।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, হাসপাতালে নতুন এসেছি। দুদকের একটি দল দুপুরে হাসপাতালে এসেছিলেন। তারা হাসপাতালের ডাক্তার সংকট অ্যাম্বুলেন্স আছে কিনা, রোগীদের সেবার মানসহ বিভিন্ন বিষয় তদন্ত করেছেন। খাবারের তালিকা আছে হয়তো সে সময় দেখাতে পারেনি।
জামালপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, রোগীদের বিভিন্ন সমস্যা, অ্যাম্বুলেন্স, খাবার, সেবার মান ইত্যাদি বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের তালিকা দেখাতে তারা ব্যর্থ হয়েছে। এছাড়া হাসপাতলের বিভিন্ন বিষয়ে তথ্য চাওয়া হয়েছে, কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে কমিশন বরাবর পাঠানো হবে।
এমকে/এসএন