নতুন বছরে ভারতের বিধানসভার নির্বাচন। আর তার ঠিক আগে গতকাল বিরোধী শিবির ছেড়ে শাসক দলে যোগ দিয়েছেন অভিনেত্রী পার্নো মিত্র।
জানা গেছে, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রি পার্নোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। কলকাতায় তারা কী চাইছে সেটাই নাকি এখনো স্থির করতে পারেনি বিরোধী শিবির। সেই দিক থেকে পার্নোর এই সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করছেন সকলে।
জানা গেছে, ২০১৯-এ পদ্মশিবিরে যোগ দেন তিনি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর নির্বাচনী কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হয়েছিল। ওই নির্বাচনে শাসক দলের প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন পার্নো।
নির্বাচনের আগে শাসক দলের বিধায়ক মদন মিত্রের সঙ্গে দোলযাত্রা উদ্যাপনে নৌকাবিহার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই ছবি
সেই সময়ের রাজনীতি এবং টলিউডে আলোচনার বিষয় হয়েছিল।
এই ঘটনাকে সামনে রেখে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথা বিরোধী শিবিরের বর্ষীয়ান রাজনীতিবিদ তথাগত রায় তীব্র কটাক্ষ করেছিলেন। উল্লেখ্য, ২০০৭ সালে অভিনয় জীবন শুরু করেন পার্নো। বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেন তিনি। বড় পর্দায়ও মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। ‘রঞ্জনা আমি আর আসব না’ ছবির নায়িকা তিনি। এ ছাড়াও তিনি ‘বেডরুম’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘রাজকাহিনী’, ‘আলিনগরের গোলকধাঁধা’, ‘অপুর পাঁচালি’, ‘অঙ্ক কী কঠিন’র মতো ছবিতে অভিনয় করেছেন।
আরআই/টিএ