অবশেষে বহু প্রতীক্ষার পর শুরু হলো দৃশ্যম ৩-এর শুটিং। অভিনেত্রী মীনার জন্মদিন উপলক্ষে নির্মাতা প্রতিষ্ঠান আশীর্বাদ সিনেমাজ প্রকাশ করেছে একটি বিশেষ পোস্টার। সেখানে মীনার চরিত্রকে ঘিরে ব্যবহার করা হয়েছে রহস্যময় ট্যাগলাইন— অতীত কখনো নীরব থাকে না। পোস্টারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।
পরিচালক জিতু জোসেফ আবারও ফিরছেন এই ছবির ক্যামেরার পেছনে। আর গল্পের কেন্দ্রে থাকছেন মোহনলাল, যিনি জর্জকুট্টি চরিত্রে নতুন করে হাজির হবেন। তবে আগের দুই পর্বের তুলনায় এবার গল্পের ভরকেন্দ্র থাকবে আরও বেশি চরিত্রনির্ভর, যেখানে জর্জকুট্টি ও তার পরিবারকে অতীতের অপরাধবোধ, গোপন সত্য আর মানসিক টানাপোড়েনের ভেতর দিয়ে এগোতে দেখা যাবে।
মালয়ালম সংস্করণের শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। খুব শিগগির শুরু হবে তেলেগু সংস্করণের কাজও। নির্মাতারা ২০২৬ সালের মার্চে গ্রীষ্মকালীন মুক্তির পরিকল্পনা করছেন।
এর আগে প্রকাশিত হয়েছিল একটি টিজার রিল, যেখানে জর্জকুট্টির চোখের ক্লোজ শটের পাশাপাশি ধরা পড়েছিল জিতু জোসেফ, মোহনলাল এবং প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুরের ঝলক। নতুন পোস্টার প্রকাশের পর ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। সবাই নিশ্চিত, দৃশ্যম ৩ হবে আগের চেয়ে বেশি আবেগঘন, টানটান উত্তেজনায় ভরা আর রোমহর্ষক।
এসএন