ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ঘোষণা হলো তাঁর জীবনীভিত্তিক নতুন চলচ্চিত্র মা বন্দে। ছবিতে নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করবেন মালায়ালম অভিনেতা উনি মুখুন্দান। শৈশব থেকে শুরু করে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রা পর্যন্ত মোদির জীবনধারা তুলে ধরা হবে এই বায়োপিকে।
চলচ্চিত্রটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার সি.এইচ. আর প্রযোজনা করছে ভীর রেড্ডি এম.-এর প্রতিষ্ঠান সিলভার ক্যাস্ট ক্রিয়েশনস। এটি হবে একটি বড় বাজেটের প্যান-ইন্ডিয়া প্রজেক্ট, যা একাধিক ভাষায় মুক্তি পাবে। ইংরেজিসহ আন্তর্জাতিক বাজারকেও লক্ষ্য রেখে আধুনিক ভিএফএক্স ও কারিগরি মানে তৈরি হচ্ছে ছবিটি।
গল্পে বিশেষভাবে গুরুত্ব পাবে মোদির মা হীরাবেন মোদির চরিত্র। তাঁকে দেখানো হবে ছেলের জীবনে দিকনির্দেশক ও অনুপ্রেরণার উৎস হিসেবে।
চলচ্চিত্রটির টেকনিক্যাল টিমে রয়েছেন বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির নামকরা শিল্পীরা। সিনেমাটোগ্রাফিতে আছেন কে কে সেন্টিল কুমার, সঙ্গীতে রবি বসরুর, সম্পাদনায় সreekar প্রসাদ, প্রোডাকশন ডিজাইনে সাবু সিরিল ও অ্যাকশনে কিং সলোমন।
সব মিলিয়ে মা বন্দে শুধু রাজনৈতিক নাটক নয়, বরং আবেগ, পারিবারিক বন্ধন ও সংগ্রামের গল্প হয়ে দর্শককে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
এমকে/এসএন