শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ

ইউরোপীয় শক্তিধর দেশগুলো চলতি মাসের শেষের আগেই ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে অচলাবস্থার মধ্যে এই মন্তব্য করলেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, বড় ইউরোপীয় দেশগুলো সম্ভবত চলতি মাসের শেষ নাগাদ ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও আরোপ করবে।

বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১২–কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ওপর ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে কি না জিজ্ঞেস করা হলে ম্যাক্রোঁ সরাসরি হ্যাঁ বলেন। তার ভাষায়, ইরান এসব নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তেমন প্রচেষ্টাই চালাচ্ছে না।

এর আগে গত আগস্টের শেষ দিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য (যারা ‘ই-থ্রি’ নামে পরিচিত) একমাসের প্রক্রিয়া শুরু করে, যাতে কোনো সমঝোতা না হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও নিষেধাজ্ঞা জারি করা যায়।

তেহরান অবশ্য এই সিদ্ধান্তকে “অন্যায্য, বেআইনি ও আইনগত ভিত্তিহীন” বলে দাবি করেছে। ২০১৫ সালের পারমাণবিক চুক্তি বা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানও সম্মত হয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

কিন্তু ২০১৮ সালে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিরয়ে আনেন। এরপর থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

প্রথমদিকে অবশ্য ইউরোপের তিন বড় দেশ ২০১৫ সালের চুক্তি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা অভিযোগ করছে, ইরান ওই চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তাদের দাবি, তেহরান ২০১৫ সালের নির্ধারিত সীমার তুলনায় ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে।

বুধবার ই-থ্রি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। তবে উভয় পক্ষই স্বীকার করেছে, কোনো অগ্রগতি হয়নি।

যদি ই-থ্রি এই পরিকল্পনা নিয়েই এগিয়ে যায়, তাহলে ২০১৫ সালের আগের বিস্তৃত জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনা হবে। এর মধ্যে প্রচলিত অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং ইরানের সম্পদ ফ্রিজ করাও রয়েছে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়? Dec 26, 2025
img
বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন রাশেদ খান: নুর Dec 26, 2025
img
জনপ্রিয় ফিলিস্তিনি অভিনেতা মোহাম্মদ বকরী আর নেই Dec 26, 2025
img
মেঘনায় মিলল ২৩ কেজি ওজনের কোরাল Dec 26, 2025
img
রাজনৈতিক কর্মকাণ্ডে বড় নেতারা কেন বাস ব্যবহার করেন? Dec 26, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন Dec 26, 2025
img
চারে ব্যাটিং প্রসঙ্গে ওপেনার ইমনের মন্তব্য Dec 26, 2025
img
মায়ানমারের সাধারণ নির্বাচন ঘিরে সমালোচনার ঝড় Dec 26, 2025
img
ঘন কুয়াশার কারণে আরিচা-কাজীরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ Dec 26, 2025
img
৫ লাখ সন্ন্যাসী নিয়ে বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি বিজেপি নেতার Dec 26, 2025
img
বান্দরবানে ভূমিকম্প অনুভূত Dec 26, 2025
img
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ মশারি ও নৌকার প্রপেলার জব্দ, আটক ৫ Dec 26, 2025
img
সম্রাট বাহিনীর প্রধানের প্রাণহানির ঘটনায় মামলা Dec 26, 2025
img
পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচন : ডানপন্থি দল চেগার জোরালো প্রচারণা Dec 26, 2025
img
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন তারেক রহমান Dec 26, 2025
বিদেশে গিয়েও দেশের প্রতি টান কেয়া পায়েলের Dec 26, 2025
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব Dec 26, 2025
আমাদের জন্য জরুরী একটি বিধান | ইসলামিক জ্ঞা Dec 26, 2025
ইসরায়েলে ভয়াবহ সাইবার হামলা চালাল ইরান Dec 26, 2025
সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিএনপির দুঃখপ্রকাশ Dec 26, 2025