অনেক জল্পনা-কল্পনার পর এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ দল। মহাদেশীয় আসরে 'বি' গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের শেষ চার নিশ্চিত হয়েছে। মূলত এই ম্যাচের ওপর নির্ভর করছিল টাইগারদের ভাগ্য। বাংলাদেশের দর্শকরাও তাই শুরু থেকে শ্রীলঙ্কাকে সমর্থন দিচ্ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও যা পরিলক্ষিত হয়েছে।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করেন, শ্রীলঙ্কার এই জয়ে বাংলাদেশে খুশির ঢেউ বয়ে গেছে। ম্যাচ শেষে নিজের ইউটউব চ্যানেলে এক আলাপচারিতায় এমন মন্তব্য করেছেন তিনি। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে শ্রীলঙ্কা। আর দুই ম্যাচ জেতা বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে হয়েছে রানার্সআপ।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ নিয়ে রমিজ বলেন, 'বাংলাদেশে আমি নিশ্চিত একটি খুশির ঢেউ বয়ে গেছে। কারণ সবাই কোনো না কোনোভাবে চেষ্টা করছিল যাতে আফগানিস্তান আর এগোতে না পারে। কিন্তু আফগানিস্তানের জন্য এটি খুবই হতাশাজনক একটি ম্যাচ ছিল কারণ তারা সবকিছু ঠিকঠাক করেছিল এবং যখন তাদের শক্তির কথা আসে, তখন সেটাই দুর্বলতা হয়ে দাঁড়াল, অর্থাৎ বোলিং। শ্রীলঙ্কাকে অনেক অভিনন্দন, আফগানিস্তানকে আরও কঠোর পরিশ্রম করতে হবে।'
এই ম্যাচে শ্রীলঙ্কাকে পথ দেখিয়েছেন তারকা ব্যাটার কুশাল মেন্ডিস। তিনি ৫২ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থেকেছেন। লঙ্কান এই ব্যাটারের প্রশংসা করেছেন রমিজ। তিনি মনে করেন ছোটোখাটো গড়নের হলেও কাট, সুইপ ও ডাউন দ্য উইকেটে খেলতে দারুণ পারদর্শী এই লঙ্কান ব্যাটার। এ কারণেই তিনি আফগানিস্তানের বহুমাত্রিক বোলিং আক্রমণের বিপক্ষে সফল হয়েছেন বলে দাবি রমিজের।
তিনি বলেন, 'কুশাল মেন্ডিস, তিনি ছোটখাটো চেহারার, খুব ভালো কাট শট খেলেন, খুব ভালো সুইপ করেন, বেরিয়ে এসেও খেলেন, স্পিনারকে হাত দেখে বিচার করেন। স্পিনের বিরুদ্ধে সবকিছু ঠিকঠাক করেন। এই কারণেই তিনি ম্যাচ উইনার প্রমাণিত হয়েছেন কারণ বেশিরভাগ ওভার স্পিনাররা করেছেন এবং সবচেয়ে বেশি মার তিনিই মেরেছেন।'
এসএস/এসএন