সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদু বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। তিনি আরও বলেন, দেশের ভেতর-বাহির থেকে যে সব ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো জনগণের শক্তি ও নির্বাচনের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। গণতান্ত্রিক ধারার বাইরে গিয়ে দেশের সমস্যার কোনো সমাধান আসবে না।
এসএস/এসএন