বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা -২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, মিশরের নীল নদের পানি যেমন নীল নয়; তেমনি জামায়াতে ইসলামীও ইসলাম নয়।। আমরা নবীজির ইসলাম চাই। জামায়াতে ইসলামী মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে। পিআর পদ্ধতির মতো অযৌক্তিক দাবী করছে। আমরা মওদুদীবাদী ইসলাম চাই না,: মদিনার ইসলাম চাই।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভোলার দৌলতখানে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হাফিজ ইব্রাহিম বলেন, আগামী নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। নির্বাচনী মাঠে কাজ করতে হবে। ভাল ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইতে হবে।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন ভোগ করেছে। আমি সবসময় নেতাকর্মীদের পাশে ছিলাম। এখন অনেকে বিএনপির টিকেট পেতে দৌড়ঝাপ করছে। আমি এলাকার মানুষের পাশে আছি এবং থাকবো। দৌলতখান পৌরশহরের শহীদ মিনার চত্বরে নিজ কার্যালয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ফারুক হোসেন তালুকদার'র সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোঃ শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন প্রমুখ।
এসময় উপজেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন সর্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস/এসএন