রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সুপার ফোরের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। তবে জয় উদযাপনের ক্ষণে বিষাদে ছেয়ে গেছে লঙ্কান শিবির। ম্যাচ শেষেই অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে তার বাবা সুরঙ্গা ভেল্লালাগের মৃত্যুর খবর পান।
দেশটির গণমাধ্যম আদাদেরানা বলছে, ড্রেসিংরুমে থাকাকালে ভেল্লালাগের কাছে এই হৃদয়বিদারক খবর আসে। প্রথমে তাকে জানানো হয় বাড়িতে জরুরি মেডিক্যাল ব্যবস্থাপনার কথা, পরমুহূর্তেই জানানো হয় ভেল্লালাগের বাবা আর নেই। খবর পেয়ে লঙ্কান কোচ সনাৎ জয়সুরিয়া ছুটে গিয়ে সান্ত্বনা দিতে থাকেন ২২ বছর বয়সী এই ক্রিকেটারকে।
ভেল্লালাগে তাৎক্ষণিকভাবে আবুধাবি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা করেছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম। ওই যাত্রায় তার সঙ্গী হয়েছেন লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা।
আফগানিস্তানের বিপক্ষে সুপার ফোরের সমীকরণের গুরুত্বপূর্ণ ম্যাচে মহেশ থিকসানাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছিল ভেল্লালেগেকে। যদিও খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারটা ভুলে যেতেই চাইবেন। ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে পাঁচ ছক্কার মারে আফগানিস্তানের মোহাম্মদ নবি ৩১ রান তুলে নেন, সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান।
ম্যাচ শেষে স্টেডিয়াম ত্যাগ করার সময় ভেল্লালেগের বাবার মৃত্যুর সংবাদটা পান নবি। এ সময় তাকেও বিমর্ষ দেখা যায়। পরে নিজের সোশ্যাল মিডিয়া এক্সে শোকবার্তা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘দুনিথ ভেল্লালাগের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শক্ত থাকো ভাই।’
এদিকে, শোক জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাসও। আবেগঘন বার্তায় লিটন লেখেন, ‘মাথা উঁচু করে থাকো, দুনিথ ভেল্লালাগে। তোমার বাবা সুরঙ্গা ভেল্লালাগের (৫৪) মৃত্যু সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তিনিও একসময় ক্রিকেটার ছিলেন। সর্বশক্তিমান যেন তার আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে তোমার ও তোমার পরিবারকে শক্তি, সাহস ও সান্ত্বনা প্রদান করেন। দুনিথ, শক্ত থেকো পুরো ক্রিকেট বিশ্ব তোমার পাশে আছে।’ লঙ্কান ক্রিকেটেও নেমে এসেছে শোকের ছায়া। লাসিথ মালিঙ্গা থেকে শুরু করে অনেকেই শোক জানিয়েছেন।
এবি/এসএন