বলিউডে অভিষেকের পর থেকেই আলোচনায় আছেন অণিত পাড্ডা। ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে ব্লকবাস্টার সাফল্য পাওয়া এই তরুণী অভিনেত্রী এবার পেতে যাচ্ছেন আরেকটি বড় চ্যালেঞ্জ। দিনেশ ভিজানের জনপ্রিয় হরর কমেডি ইউনিভার্সের নতুন ছবি ‘শক্তি শালিনী’-তে মুখ্য চরিত্রে দেখা যাবে তাকে।
প্রযোজনা সংস্থা ঘনিষ্ঠ সূত্র জানায়, অণিত ইতিমধ্যেই নিজের লুক টেস্ট ও ফটোশুট সম্পন্ন করেছেন। খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ছবিটি ২০২৫ সালের শেষ দিকে শুটিং শুরু করবে বলে জানা গেছে। শুরুতে এই চরিত্রে কিয়ারা আডভানির নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সেই ভূমিকাটি জুটলো অণিতের ভাগ্যে।
পরিচালনার জন্য দিনেশ ভিজান ভাবছেন দুইজনের মধ্যে একজনকে—‘মুঞ্জ্যা’খ্যাত আদিত্য সারপোতদার কিংবা ‘তাব্বার’খ্যাত অজিতপাল সিং। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
দিনেশ ভিজানের এই হরর কমেডি ফ্র্যাঞ্চাইজি দ্রুত বিস্তৃত হচ্ছে। এ বছরের দীপাবলিতে মুক্তি পাচ্ছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত ‘থামা’। এরপরই আসবে অণিতের ‘শক্তি শালিনী’। অন্যদিকে ২০২৬ সালের মে মাসে শুরু হবে আলিয়া ভাট অভিনীত ‘চামুণ্ডা’র কাজ, সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ শেষ করার পরই তিনি যুক্ত হবেন নতুন ছবিতে।
‘শক্তি শালিনী’ অণিত পাড্ডার ক্যারিয়ারের বড় মোড় হতে যাচ্ছে বলেই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। হরর, হাস্যরস আর ভিজানের ঝলমলে সিনেমাটিক দুনিয়ার শক্তি নিয়ে বলিউডের উঠতি তারকাদের কাতারে নিজের অবস্থান পাকা করছেন এই নবাগত।
এবি/টিএ