জার্মান লিগে জয়ের ধারা অব্যাহত রাখলো বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে শনিবার (২০ সেপ্টেম্বর) হফেনহাইমকে উড়িয়ে দিয়েছে দিয়েছে বাভারিয়ানরা। হ্যারি কেইনের হ্যাটট্রিকে তারা জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ে চার ম্যাচের সবগুলোতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে আছে বায়ার্ন।
চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন হ্যারি কেইন। প্রথম ম্যাচে লাইপজিগের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই ইংলিশ তারকা। গত ২২ আগস্ট অনুষ্ঠিত সেই ম্যাচটি বায়ার্ন জিতেছিল ৬-০ গোলের ব্যবধানে।
২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দশম হ্যাটট্রিক করলেন কেইন।
বুন্দেসলিগায় আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন তিনি। এদিন প্রথম জালের দেখা পান ৪৪তম মিনিটে। পরের দুটি গোল করেন তিনি পেনাল্টি থেকে, ৪৮তম ও ৭৭তম মিনিটে।
৮২তম মিনিটে একটি গোল পরিশোধ করে হফেনহাইম। যোগ করা সময়ের ৯ম মিনিটে জিনাব্রির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) চেলসিকে ৩-১ ব্যবধানে হারানোর ম্যাচেও জোড়া করেছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে সবশেষ তিন ম্যাচে ৭ গোল পেলেন তিনি। আর চলতি মৌসুমে ৬ ম্যাচে তার গোল হলো ১০টি।