খুমেকে অক্সিজেন মাস্ক খুলে নিলেন ক্লিনার, প্রাণ গেল রোগীর

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। 

হাসপাতাল ও রোগীর আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, খুলনার খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে সাইফুলকে কিডনির জটিলতা নিয়ে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সাইফুলকে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা অক্সিজেনের জন্য ছোটোছুটি শুরু করেন। এরপর রাত ১টার পর অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু পরদিন রোববার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) আব্দুল জব্বার গিয়ে সিলিন্ডারসহ অক্সিজেন মাস্ক খুলে নিয়ে আরেক রোগীকে দেন। এর আধাঘণ্টার মধ্যেই সাইফুল মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সাইফুলের মা রশিদা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে রাতভর দৌড়াদৌড়ি করে অক্সিজেন দিয়েছিলাম। সকালে ক্লিনার অক্সিজেন খুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ছেলে মারা যায়।’ 

রোগীর বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, ডাক্তারের অনুমতি ছাড়া ক্লিনার অক্সিজেন নিয়ে গেছে। আধাঘণ্টার মধ্যেই আমার ভাই ছটফট করতে করতে মারা গেল। হাসপাতালের ওয়ার্ড বয়-ক্লিনারদের টাকা ছাড়া সেবা পাওয়া যায় না।

ওয়ার্ডে উপস্থিত কয়েকজন প্রতক্ষদর্শী জানান, এক ব্যক্তি এসে সাইফুলের নাক থেকে নল খুলে সিলিন্ডার নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরেই তিনি মারা যান। অভিযুক্ত কর্মচারী আব্দুল জব্বার বলেন, একজন মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেন নিয়ে যাওয়া হয়েছিল। 

খুমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সুজাত আহমেদ বলেন, ‘হসপিটালে অক্সিজেনের কোনো সংকট নেই, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে। মুমূর্ষু রোগীকে অক্সিজেন দেওয়া বা খুলে নেওয়া ওয়ার্ড ক্লিনারের কাজ নয়। একজন রোগী কখন অক্সিজেন পাবে এবং কখন অক্সিজেন পাবে না, এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন ওয়ার্ডের ডাক্তার। যে রোগীকে অক্সিজেন দেওয়া আছে সে রোগীর অক্সিজেন খুলতে হলে ডাক্তারের অনুমতি নিয়ে খুলতে হবে। ওয়ার্ড ক্লিনার যদি খুলে নিয়ে থাকে তবে তিনি অপরাধ করেছেন। তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
পেছালো রাকসু নির্বাচনের তারিখ Sep 22, 2025
img
পেনশনের অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের পরামর্শ অর্থ উপদেষ্টার Sep 22, 2025
img
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার সুযোগ হলো না পান্তের Sep 22, 2025
img
দীপিকার পদত্যাগের পর ডায়ানার প্রশংসা Sep 22, 2025
‘প্রাসঙ্গিক প্রশ্ন, সুন্দর আলোচনা’ সুফিয়া কামাল সেমিনারে মুগ্ধ মিথিলা Sep 22, 2025
আগের কালচার ফেরাতে চাইনি বলে ভোটের পরের দিন মাঠে নামিনি: আবিদ Sep 22, 2025
img
মালয়ালম সিনেমায় প্রথম ৩০০ কোটি রুপির পথে 'লোকাহ' Sep 22, 2025
img
ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণে ৩ কর্মকর্তা Sep 22, 2025
img
দীপাবলির আগে 'থামা' মুক্তি নিয়ে উত্তেজনা Sep 22, 2025
img
লাখ ডলারের মার্কিন ভিসা ফি এড়াতে বিকল্প ভিসা চালু চীনের Sep 22, 2025
img
রাজনীতি দর-কষাকষির ব্যাপার : ওসমান হাদি Sep 22, 2025
img
সেপ্টেম্বরের ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলার Sep 22, 2025
শহরে নাগিন, আজমেরী হকের আগমন! Sep 22, 2025
নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে ছয় দল পাচ্ছে নিবন্ধন Sep 22, 2025
img
ভারতের কাছে হেরে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান Sep 22, 2025
img
ফুটবলকে বিদায় জানাতে চলেছেন বুসকেটস Sep 22, 2025
img

নারী ক্রিকেট

বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেট থেকে বিরতিতে যাচ্ছেন জ্যোতি ! Sep 22, 2025
তাসনুভা তিশার কঠিন সিদ্ধান্ত: মানহীন কাজ নয়, ভালো কনটেন্টেই ভরসা Sep 22, 2025
কিম-ট্রাম্প বৈঠক: পারমাণবিক নিরস্ত্রীকরণের নতুন শর্ত Sep 22, 2025
নির্বাচনী হিসাব-নিকাশে একীভূত হওয়ার পথে এনসিপি-গণঅধিকার Sep 22, 2025