মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার জন্য কম্পানিগুলোকে এক লাখ ডলার ফি দিতে হবে বলে ঘোষণা করার পর চীন ঘোষণা দিয়েছে, তারা বিশ্বজুড়ে সব শিল্প ও ক্ষেত্র থেকে ‘অসাধারণ মেধাবীদের’ স্বাগত জানায়। তারা তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের আকৃষ্ট করতে নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে।
বেইজিং জানিয়েছে, সাধারণ ভিসা ক্যাটাগরিতে ‘কে ভিসা’ যুক্ত করা হবে, যা যোগ্য তরুণ বিজ্ঞান ও প্রযুক্তি পেশাজীবীদের জন্য প্রযোজ্য। চীনের প্রধানমন্ত্রী লি কুয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থান সংক্রান্ত প্রশাসনিক বিধি সংশোধনের সিদ্ধান্ত প্রচারের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
বেইজিংয়ে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘গ্লোবালাইজেশনের যুগে সীমান্ত অতিক্রমকারী মেধার প্রবাহ প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। চীন বিশ্বের সব শিল্প ও ক্ষেত্র থেকে অসাধারণ মেধাবীদের স্বাগত জানায়, যাতে তারা চীনে এসে প্রতিষ্ঠিত হতে পারে, মানবসমাজের ক্রমাগত উন্নতিতে অবদান রাখতে পারে এবং নিজেদের ক্যারিয়ারে সফল হতে পারে।’ ট্রাম্পের স্বাক্ষরিত ঘোষণার প্রসঙ্গে গুও বলেন, ‘মার্কিন ভিসা নীতির বিষয়ে চীন কোনো মন্তব্য করে না।
ভিসার শর্তাবলি
বিদ্যমান ১২টি সাধারণ ভিসা ধরনের তুলনায়, কে ভিসা ধারকদের প্রবেশের সংখ্যা, বৈধতার মেয়াদ এবং অবস্থানের সময়সীমার ক্ষেত্রে আরো বেশি সুবিধা দেবে। চীনে প্রবেশের পর, কে ভিসাধারীরা শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের বিনিময় কার্যক্রমে অংশ নিতে পারবেন, পাশাপাশি সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত হতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিসার আবেদনকারীদের অবশ্যই প্রাসঙ্গিক চীনা কর্তৃপক্ষের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে এবং সহায়ক নথি জমা দিতে হবে। নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার শর্ত ছাড়া, কে ভিসার জন্য কোনো দেশীয় নিয়োগকর্তা বা প্রতিষ্ঠানের আমন্ত্রণপত্রের প্রয়োজন হবে না, এবং আবেদন প্রক্রিয়াও আরো সহজ হবে।
যুক্তরাষ্ট্রে অনিশ্চয়তা
সাম্প্রতিক মাসগুলোতে বেইজিং তাদের ভিসা নীতি সহজ করেছে, যাতে ডজনখানেক দেশের নাগরিকরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারে। তবে ওয়াশিংটনের নতুন কর্ম-ভিসা সংক্রান্ত ঘোষণায় ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়। হোয়াইট হাউস পরে দ্রুত ব্যাখ্যা দেয়।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ‘যাদের ইতিমধ্যে এইচ-১বি ভিসা আছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদের দেশে ফেরার জন্য এক লাখ ডলার দিতে হবে না।’ তিনি আরো স্পষ্ট করেন, ‘এটি কোনো বাৎসরিক ফি নয়। এটি একবারের জন্য নির্ধারিত ফি, যা শুধুমাত্র ভিসার পিটিশনের সময় প্রযোজ্য।’
আকস্মিক শুক্রবারের এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রভিত্তিক বহু কোম্পানি বিদেশে থাকা তাদের কর্মীদের তড়িঘড়ি ডেকে নিচ্ছিল।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড, এনডিটিভি
এসএস/টিএ