বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে রবিবার। সেই সময় জানা গেছে ৪ অক্টোবর নয় বরং বিসিবি নির্বাচন হবে ৬ অক্টোবর। এ ছাড়া মনোনয়ন জমা দেয়া ও মনোনয়ন প্রত্যাহারের সময়ও বেধে দেয়া হয়েছে। সাধারণ পরিষদের মনোনয়ন জমা দেয়ার শেষদিন ২২ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার।
এরই মধ্যে হেভিওয়েট অনেক প্রার্থী মনোনয়ন কিনেছেন। বিসিবি নির্বাচনে সবার আগে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন ফারুক আহমেদ। তবে কবে তিনি মনোনয়ন নেবেন বা কোন ক্যাটাগরি থেকে নির্বাচনে অংশ নেবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
ক্যাটাগরি ২ এ লড়াইয়ের লক্ষ্যই তিনি মনোনয়ন কিনেছেন। তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়ন কিনেছেন। এদিকে নতুন তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। মনোনয়ন বিতরণ ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর।
এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বরই। তফসিলে জানানো হয়েছে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ হবে।
এরই মধ্যে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে তামিম ইকবালও বিসিবি নির্বাচনে অংশ নেবেন। সভাপতি পদের জন্য এই দুজনের মধ্যেই কঠোর লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে বিসিবি নির্বাচনে অংশ নেবেন আরও অনেক হেভিওয়েট প্রার্থী। যেখানে আছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে পরীক্ষিত সংগঠকরা।
এসএস/টিএ