বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। অনেকে নির্বাচন চাচ্ছে না। পিআর, সিআর নিয়ে তারা মাতামাতি করছে। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ীর দাদশী রেলওয়ে মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশে-বিদেশে কখনো আমেরিকায়, কখনো চীনে, কখনো ভারতে, কখনো রাশিয়াতে ষড়যন্ত্র চলছে। নানা ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি। আমরা এখন একটা নির্বাচন চাই। সেই নির্বাচনের জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। যত বাধা-বিপত্তি আসবে, তা মোকাবিলা করতে হবে।
খৈয়ম বলেন, স্বাধীনতার ৫৪ বছর ধরে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। হাসপাতালের চিকিৎসার বেহাল দশা, গরিব মানুষের চিকিৎসা নেই। আদালতে ন্যায়বিচার নেই, আদালত এখন শুধু ধনীদের কথা শোনে, পুলিশও বড়লোকদের হয়ে কাজ করে।
বিএনপির এই নেতা দাবি করেন, ইতিহাসের মতোই একসময় শেখ হাসিনাকে দলবল নিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাজনীতি করতে হবে মানুষের জন্য। রাজনীতি হলো আদর্শ, নীতি, সততা, মানবতা ও দেশপ্রেম। এগুলো ফিরে না এলে বাংলাদেশ ঠিক পথে আসবে না।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্যে দফাগুলোর দরকার। তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে।
দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোর্তজার সভাপতিত্বে জনসভায় জেলা উপজেলা ইউনিয়ন বিএনপিসহ সব অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কেএন/এসএন