মুক্তির এক সপ্তাহ না যেতেই আইনি বিপাকে ব্যাডস অফ বলিউড

ক্যারিয়ারের প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান। কিন্তু এমন সময়েই এসেছে মন খারাপ করা খবর। মামলার মুখে পরতে যাচ্ছেন কিং পুত্র। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

এমনকি আরিয়ানের দোষে দুষ্টু হতে যাচ্ছেন রণবীর কাপুরও।

‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও করেছেন একঝাঁক তারকা। রণবীরও ছিলেন। তাকে টানতে দেখা গেছে ই-সিগারেট।

যা ভালোভাবে নেয়নি ভারতীয় জাতীয় মানবাধিকার কমিশন। ইতোমধ্যে ‘ব্যাডস অফ বলিউড’-এর নির্মাতা-প্রযোজক এবং রণবীর কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের করার আর্জি জানিয়ে মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছে মানবাধিকার কমিশন। ভারতে নিষিদ্ধ ‘ই-সিগারেটে’র ‘প্রচারের জন্য’ নেটফ্লিক্সের বিরুদ্ধেও আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

সেখানে করণ জোহরের সঙ্গে তার হাস্যরসাত্মক কথোপকথন দর্শকের মনোযোগ কাড়ে। অনায়াস ভঙ্গিতে এসে করণ জোহরের সঙ্গে মজা করেন। ঠিক এরপরই অন্যা সিং অভিনীত চরিত্রের কাছে তিনি ভেপ চান। আর এই ভেপ নেওয়ার মুহূর্তই এখন আইনি জটিলতায় জড়িয়ে ফেলেছে পুরো সিরিজটিকে। ভারতের মানবাধিকার কমিশন (এনএইচআরসি) ইতিমধ্যেই মুম্বাই পুলিশকে নির্দেশ দিয়েছে রণবীর কাপুর, প্রযোজনা সংস্থা ও নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে।

অভিযোগ উঠেছে, ২০১৯ সালের আইন লঙ্ঘন করে সিরিজটিতে ই-সিগারেটকে প্রচার করা হয়েছে। সমাজকর্মী বিনয় জোশি দাখিল করা অভিযোগে বলা হয়, রণবীরকে ই-সিগারেট টানতে দেখানো হয়েছে কোনো স্বাস্থ্যসতর্কতা ছাড়া, যা তরুণ প্রজন্মকে প্রভাবিত করতে পারে এবং নিষিদ্ধ দ্রব্যকে স্বাভাবিক করে তুলতে পারে। সিরিজটি দায়িত্বজ্ঞানহীন কনটেন্ট ছড়িয়ে জনস্বাস্থ্য ও আইন প্রয়োগকারী সংস্থার অবস্থানকে খাটো করেছে। এর পরিপ্রেক্ষিতে এনএইচআরসি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মুম্বাই পুলিশ কমিশনারকেও ই-সিগারেটের সরবরাহ চক্র খতিয়ে দেখতে বলা হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ জারি করা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্যাডস অফ বলিউড’। রণবীর ছাড়াও এতে আছেন এক ঝাঁক তারকা। শাহরুখ, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং অন্যতম ক্যামিও হিসেবে হাজির ছিলেন। এ ছাড়া দেখা গেছে সিদ্ধান্ত চতুর্বেদী, দিশা পাটানি, ওরি, শানায়া কাপুর, ইব্রাহিম আলী খান, রাজকুমার রাও, সারা আলী খানদের। মুল ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া ও বিজয়ন্ত কোহলি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img

অর্থ উপদেষ্টা

যে ডলার আছে তা বাংলাদেশের আপৎকালীন সময়ের জন্য পর্যাপ্ত নয় Sep 23, 2025
img
মহাখালীতে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ড, দগ্ধ ৭ জন জাতীয় বার্নে Sep 23, 2025
img
‘ব্যাচেলর পয়েন্ট’ এ শিমুল নেই, কি বলছেন লামিয়া? Sep 23, 2025
মুস্তাফিজকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাও করা যায় না Sep 23, 2025
img
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশের নারী ক্রিকেট দল Sep 23, 2025
img
বাংলাদেশে শিল্পীদের কদর কোনোদিন ছিল না : সাবিনা ইয়াসমিন Sep 23, 2025
img
সেই পুরোনো লুকে মুগ্ধতা ছড়ালেন শাবনূর Sep 23, 2025
img
তাহসানকে কখনো আমার গায়ক বলে মনে হয়নি: অনন্যা Sep 23, 2025
img
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি Sep 23, 2025
img
রবিবার থেকে অংশীজনদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি Sep 23, 2025
img
পূজায় ঋতুপর্ণাকে নিয়ে নিউ ইয়র্ক মাতাবেন জায়েদ খান! Sep 23, 2025
img
আখতারের ওপর হামলা নিয়ে মির্জা গালিবের মন্তব্য Sep 23, 2025
প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাৎ Sep 23, 2025
img
পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে: অর্থ উপদেষ্টা Sep 23, 2025
img
জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না : মির্জা ফখরুল Sep 23, 2025
img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি Sep 23, 2025
img
সালমান শাহর মৃত্যুর মামলায় রিভিশন শুনানির নতুন দিন ধার্য Sep 23, 2025
img
আখতারকে ডিম নিক্ষেপের ঘটনায় রাশেদ খানের মন্তব্য Sep 23, 2025
img

মির্জা ফখরুল

৩০টি আসন না দেয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত Sep 23, 2025
img
ফাইনালের আশা টিকিয়ে রাখতে আজ মাঠে নামছে পাকিস্তান ও শ্রীলঙ্কা Sep 23, 2025