দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ভবানী পাঠকের চরিত্রে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আর তা দেখেই মুগ্ধ হয়েছেন দর্শকরা। ট্রেলারে সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে ব্রিটিশ বিরোধী সংগ্রামের এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে, যা দর্শকদের মধ্যে ছবিটি দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
এবার এই আগ্রহকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'দেবী চৌধুরানী'র ট্রেলার শেয়ার করে তিনি লিখেছেন, ‘অনেক অনেক শুভেচ্ছা বুম্বা, তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা।
অমিতাভ বচ্চনের এই পোস্টটি কেবল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্য নয়, পুরো টিমের জন্য এক বড় প্রাপ্তি। অমিতাভ বচ্চনের পোস্টের জবাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় দু'জনেই আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রসেনজিৎ লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ অমিত জি। আপনার সাপোর্ট শুধু আমার জন্য নয় আমার গোটা টিমের জন্য অনেক বড় প্রাপ্তি।’ অন্যদিকে, শ্রাবন্তী তার পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘আপনার এই শুভেচ্ছার জন্য ভীষণ কৃতজ্ঞ। প্রণাম নেবেন।
'দেবী চৌধুরানী' ছবিতে প্রসেনজিৎ-শ্রাবন্তী ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দা, সব্যসাচী চক্রবর্তী, দর্শনা বণিক, অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়।
উপন্যাসের মতোই, ছবিতে প্রফুল্ল নামের এক সাধারণ গৃহবধূর দেবী চৌধুরানী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর ভবানী পাঠকের আশ্রয় এবং শিক্ষায় প্রফুল্ল হয়ে ওঠে দেবী চৌধুরানী, যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধের এক নতুন অধ্যায় রচনা করেন।
এসএস/এসএন