সৌদি আরবের ৯৫তম জাতীয় দিবসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘সৌদি জাতীয় দিবসে সবাইকে শুভেচ্ছা! আপনাদের দিনটি হোক গৌরব, ঐক্য ও আনন্দে ভরপুর।’
রোনালদোর এই পোস্ট কয়েক ঘণ্টার মধ্যেই লাখো লাইক ও প্রতিক্রিয়া কুড়িয়েছে।
সৌদি জাতীয় দিবস উপলক্ষে রোনালদোকে দেখা গেছে ঐতিহ্যবাহী সাদা থোব পরিহিত অবস্থায়। হাতে ছিল একটি তরবারি, আর গলায় ঝোলানো ছিল ‘Saudi National Day’ লেখা এক উৎসবের ব্যানার। এ সময় তার সঙ্গে আল নাসরের প্রধান কোচ জর্জ জেসুসও ঐতিহ্যবাহী পোশাকে ছবি তুলেছেন।
এক ভিডিও বার্তায় পর্তুগিজ এ তারকা সৌদি আরবকে ‘দারুণ একটি বসবাসের জায়গা’ আখ্যা দেন। তিনি বলেন, ‘আমি এখানে থাকতে ভালোবাসি, আমার পরিবারও এখানে থাকতে পছন্দ করে। এটি একটি অসাধারণ দেশ। নিরাপদ পরিবেশ, প্রতিযোগিতামূলক ফুটবল আর বাড়তে থাকা পর্যটন সৌদি আরবকে বিশেষ করে তুলেছে।’
রোনালদো আরও বলেন, ‘যারা সৌদি আরবকে এখনো চেনেন না, তাদের এখানে ঘুরে আসা উচিত। পর্যটন এখানে সত্যিই দারুণ।’
উল্লেখ্য, ১৯৩২ সালে সৌদি আরবের প্রতিষ্ঠাতা রাজা আবদুল আজিজের ঘোষণার মধ্য দিয়ে নাজদ ও হিজাজ অঞ্চল একত্রিত হয়ে সৌদি আরব গঠিত হয়। সেই দিনটিকে স্মরণ করেই প্রতিবছর পালিত হয় জাতীয় দিবস।
এবার দেশব্যাপী সরকারি ছুটি ও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করেছেন সৌদি নাগরিক ও প্রবাসীরা।
এমকে/এসএন