যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হামলাকারী যুবলীগ নেতা মিজান চৌধুরীকে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। এর আগে, সোমবার স্থানীয় সময় রাত ৯টা ২৮ মিনিটে জ্যাকসন হাইটস থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় রাত নয়টায় জামিনে মুক্তি পান তিনি। এ সময় আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন এবং স্লোগান দেন।
প্রসঙ্গত, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং আরও অনেকে।
এসময় বিমানবন্দরে আওয়ামী লীগ কর্মীদের হামলার শিকার হন আখতার হোসেন। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।
এসএন