আশুলিয়ায় বকেয়া বেতন ও কারখানা‌ খোলার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন সড়ক ব্যবহারকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নাসা গ্রুপের শ্রমিকরা।

নাসা গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, এখনো তাদের আগস্ট মাসের বেতনসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করা হয়নি। এ ছাড়া কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক এই সিদ্ধান্তে শ্রমিকরা দিশাহারা হয়ে পড়েছেন। তারা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধসহ যাবতীয় পাওনাদি বুঝিয়ে দেওয়া এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানান।

শ্রমিকরা এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে তারা আরো কঠিন আন্দোলন কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকেই নাসা গ্রুপের শত শত শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তাদের অবরোধের কারণে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি সেবার কাজে নিয়োজিত ব্যক্তিরা চরম দুর্ভোগে পড়েন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। কিন্তু শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকলে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ জলকামান ব্যবহার করে এবং লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় জানানো হয়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও বায়ারের অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। চুক্তি অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়।

ইউটি/টিএ





Share this news on:

সর্বশেষ

img

মোস্তফা ফিরোজ

শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ কি আমরা হারাচ্ছি? Sep 24, 2025
img
জাপাকে নিষিদ্ধ করা রাজনৈতিক ইস্যু, আ. লীগের দোষর কলাবরেটর কিচ্ছু না : জাহেদ উর রহমান Sep 24, 2025
img
ট্রাম্পের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সফরের আমন্ত্রণ Sep 24, 2025
img
নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫ প্রতীকের তালিকা প্রকাশ Sep 24, 2025
img
শেখ হাসিনার পরিবারসহ ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ Sep 24, 2025
img
মৌসুমের প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত Sep 24, 2025
img
সুরিয়ার গৃহকর্মীর প্রতারণায় ৫৭ লাখ টাকা হারালেন অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী! Sep 24, 2025
img
অতীত ভুলে ক্যাটরিনাকে শুভেচ্ছা জানালেন দীপিকা! Sep 24, 2025
img
সেপ্টেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২১৬ কোটি ডলার Sep 24, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর কারাগারে Sep 24, 2025
img
এই পুরস্কার বাবাকে উৎসর্গ করতে চাই : রানি মুখার্জি Sep 24, 2025
img
শেষ মুহূর্তে সাঁতরে নিরাপদে ফেরার চেষ্টা করেছিলেন জুবিন! Sep 24, 2025
img
ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন প্রধান উপদেষ্টা Sep 24, 2025
img
পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা Sep 24, 2025
img
কাতারের ডেপুটি আমিরের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ Sep 24, 2025
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই অধিনায়ক লিটন Sep 24, 2025
img
ফাইনালে দেখা হলে সূর্যর কটাক্ষের জবাব দিতে চান শাহীন আফ্রিদি Sep 24, 2025
img
আ. লীগের নেতাকর্মীরা কোথায় আশ্রয় নিয়েছেন, জানাল পুলিশ Sep 24, 2025
img
নিরপেক্ষ বিসিবি নির্বাচন চেয়ে রুবেল-মিঠুনদের বার্তা Sep 24, 2025
img
শুধু মেট্রোর আগুন নয়, বহু আগুনের পেছনেই ছিল খুনির ক্ষমতালিপ্সা : ফারুকী Sep 24, 2025