ডাকসু নির্বাচনে যেসব অসংগতি ও অস্পষ্টতা পরিলক্ষিত হয়েছে সেসব বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন পরাজিত ভিপি প্রার্থী ও বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের।
বুধবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
আব্দুল কাদের তার পোস্টে বলেন, ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে কিছু অসংগতি এবং অস্পষ্টতা পরিলক্ষিত হয়েছে, শিক্ষার্থীরা কেবল সেসব বিষয়ে স্পষ্ট হতে চায়। প্রশাসন শিক্ষার্থীদের লেজিট কনসার্নকে আমলে না নিয়ে গড়িমসি করছে, দ্বিচারিতার আশ্রয় নিচ্ছে, ক্ষেত্রবিশেষ সুস্পষ্ট তথ্যপ্রমাণ থাকা ঘটনাকে অস্বীকার করছে! প্রশাসনের এমন আচরণ ক্ষুদ্র বিষয়টিকে আরো গুরুতর করে তুলছে। শিক্ষার্থীদের মনে সন্দেহ বাড়াচ্ছে।
তিনি বলেন, গাউসুল আজম মার্কেটে অরক্ষিত অবস্থায় ব্যালট পেপার থাকার বিষয়ে সুস্পষ্ট তথ্যপ্রমাণ আছে। এমন তথ্যপ্রমাণ থাকা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন অফিশিয়ালি সরাসরি অস্বীকার করে তখন বাদবাকি বিষয়েও শিক্ষার্থীদের সন্দেহ প্রকট হয়।
তিনি আরো বলেন, ভোটার তালিকা প্রকাশ করার সময় প্রশাসন নারী-পুরুষ সব শিক্ষার্থীর চেহারাসহ যাবতীয় ইনফরমেশন পাবলিক করেছে, সারা দুনিয়ার মানুষের হাতে দিয়ে দিয়েছে।
তখন প্রাইভেসি লঙ্ঘন হয়নি। আমরা যখন কেবল ভোটকেন্দ্রে উপস্থিতির তালিকা চেয়েছি, তাও পাবলিকলি প্রকাশ করতে বলিনি; তারপরও নাকি প্রাইভেসি লঙ্ঘন হবে। প্রশাসনের এমন দ্বিচারিতা তাদের সার্বিক কর্মকাণ্ডের বিষয়ে আরো বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। আমরা বারবার বলছি, আপনারা ভুল করছেন।
শিক্ষার্থীদের ক্ষুদ্র কনসার্নগুলোকে আমলে না নিয়ে বিষয়টিকে আরো গুরুতর করে তুলছেন।
এমআর/টিএ