ভারতের বিপক্ষে লিটন দাস বরাবরই ভালো। টিম ইন্ডিয়ার বিপক্ষে ১১ ওয়ানডেতে এক সেঞ্চুরি ও এক ফিফটিতে করেছেন ৩৭১ রান। টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার স্ট্রাইকরেট ১৩০ এর কম হলেও ভারতের বিপক্ষে প্রায় দেড়শ। তাকে ছাড়াই এশিয়া কাপের সুপার ফোরে আজ সূর্যকুমার যাদবদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
লিটন খেলতে পারেননি চোটের কারণে। ২২ সেপ্টেম্বর আইসিসি একাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কোমরে ব্যথা পান তিনি। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন। পরে বিসিবির পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছিল, সামান্য চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
ওই চোটই লিটনকে ভারতের বিপক্ষে খেলতে দেয়নি। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটা অঘোষিত সেমিফাইনাল, যারা জিতবে তারাই ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচে কি লিটন খেলতে পারবেন?
লিটনের অবর্তমানে ভারতের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী। ৪১ রানে হারের তিনিই সংবাদ সম্মেলনে গিয়েছিলেন। সাংবাদিকদের পক্ষ থেকে লিটনের ইনজুরির সবশেষ তথ্যের ব্যাপারে জিজ্ঞেস করা হলে জাকের বলেন, ‘রিকভারিতে আছেন। অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত উনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন, যেতেহু একটু ইনজুরি আছে, উনি শেষ পর্যন্ত (খেলার) চেষ্টা করবেন।
ভারতের বিপক্ষে লিটন খেলতে পারেননি চোটের কারণে। তিনি ছাড়াও দলে আরও তিনটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। বসানো হয় তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানকে। দলে ঢুকেন লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার তানজিম হাসান সাকিব ও ওপেনার পারভেজ হোসেন ইমন। এই পরিবর্তগুলো টেকনিক্যাল ছিল, নাকি পাকিস্তানের ম্যাচের আগে বিশ্রামের অংশ, এমন প্রশ্নে জাকের বলেন, ‘এটা কম্বিনেশন বলেন, রেস্ট বলেন, মিক্স করে করা হয়েছে।
এসএস/এসএন