ঘরের মাঠে খেলার স্বপ্ন ভঙ্গ বার্সেলোনার

ঘরের মাঠে ফেরার স্বপ্ন আবারও ভেঙ্গে গেলো বার্সেলোনার। প্রশাসনিক অনুমতি না পাওয়ায়, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটাও ন্যু ক্যাম্পে খেলতে পারবে না কাতালুনিয়ানরা। ক'দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ম্যাচের জন্য চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর, এবার লা লিগার ম্যাচ আয়োজনেও অনুমতি পেলো না বার্সা কর্তৃপক্ষ।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুই দফায় ন্যু ক্যাম্পে সংস্কার কাজ করেছে কাতালুনিয়ান কর্তৃপক্ষ। ১৯৮২ সালে একবার আর ২০২৩ সালে আরেকবার। কিন্তু দ্বিতীয় দফার এই সংস্কার কাজ হাতে নিয়েই যেন সবচেয় বড় ভুল করে ফেলেছে বার্সা ম্যানেজমেন্ট। কারণ, সেই ২০২৩ এ শুরু হওয়া সংস্কার যে শেষ হয়নি এখনও।

২০২৫ এর সেপ্টেম্বর শেষ হয়ে অক্টোবর চলে এলেও, কবে নাগাদ এই স্টেডিয়াম ম্যাচ আয়োজনের জন্য প্রস্তত হবে তা বলতে পারছে না লাপোর্তা প্রশাসন। কয়েক দফায় কাজ শেষ করার দাবি করলেও, বারবারই ভিন্ন ভিন্ন কারণে সংস্কার কাজকে পাশ মার্ক দেয়নি স্থানীয় প্রশাসন। যে কারণে নিজেদের ঘরের মাঠে আজও ব্রাত্য ক্লাব বার্সেলোনা।



কিন্তু চলতি মৌসুম শুরুর আগে জানানো হয়েছিলো, স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক এন্ট্রি পয়েন্টের নিরাপত্তা ব্যবস্থার কাজ শেষ হলেই ম্যাচ আয়োজনের অনুমতি পাবে বার্সেলোনা। কিন্তু মৌসুম শুরু হয়ে ৬ ম্যাচ শেষ হয়ে গেলেও, এখনও আগের অবস্থাতেই পড়ে আছে ন্যু ক্যাম্প।

আগামী রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি নিজেদের হোম ভেন্যূতে খেলতে প্রাণান্তকর চেষ্টা করেছিলো বার্সেলোনা কর্তৃপক্ষ। পুরো কাজ শেষ না হলেও ২৭ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়েই ফিরতে চেয়েছিলো তারা। কিন্তু এবারও বাঁধা দিয়েছে বার্সেলোনা সিটি কাউন্সিল। সেই একই নিরাপত্তার ঘাটতির কারণে মাঠ ব্যবহারের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়েছে তারা। কাউন্সিলের দাবি, মাঠের এক্সিট, সিড়ি, বিভিন্ন ট্রাফিক সাইন এবং যানবাহনের প্রবেশ পথে কাঠামোগত ত্রুটি রয়ে গেছে। যা এখনও ঠিক করা হয়নি।

সমস্যাগুলো ছোট এবং দ্রুত সমাধান যোগ্য হলেও বার্সেলোনাকে কোনো অবস্থাতেই আগেভাগে অনুমতি দিতে রাজি নয় কাউন্সিল। আর যে কারণে হাজার চেষ্টা করেও রোববারের ম্যাচটা তাদের খেলতে হবে এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিতে। এ ঘটনায় বেশ মর্মাহত বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট। দ্রুততম সময়ের মধ্যে ন্যু ক্যাম্পে ম্যাচ ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সমর্থকদের।

বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট এলেনা ফোর্ট বলেন, 'আমরা উয়েফার নিয়ম মেনেই সব কাজ করেছি। কিন্তু তারপরও কেন যেন বারবার কাউন্সিল আমাদের ফিরিয়ে দিচ্ছে। তারা যে চাহিদা দিয়েছে, আমরা সেগুলোও পূরণ করেছি। চেয়েছিলাম এ রোববারের ম্যাচ দিয়েই ফিরবো। কিন্তু সেটা হচ্ছে না। সমর্থকদের কাছে আমি কথা দিচ্ছি, আমরা দ্রুতই ন্যু ক্যাম্পে ফিরবো।' শুধু লা লিগা নয় বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ ভেন্যুও বদলে গেছে এই ঝামেলায়। পহেলা অক্টোবর পিএসজির বিপক্ষে নিজেদের হোম ম্যাচটাও মন্টজুইকে খেলতে হবে বার্সেলোনাকে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সম্পর্ক মধুর না হলে বন্ধুত্বের তকমা অর্থহীন: মিঠুন চক্রবর্তী Nov 13, 2025
img
মহাখালী টার্মিনালে বাস আছে, যাত্রী নেই Nov 13, 2025
img

ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে সফল নির্বাচনের প্রত্যাশা ইউরোপীয় ইউনিয়নের Nov 13, 2025
img
জলবায়ু সংকট আসলে স্বাস্থ্য সংকট : ডব্লিউএইচও Nov 13, 2025
img
খেলোয়াড়রা সহযোগিতা না করলে নিরপেক্ষতা হারাবে কমিশন : সিইসি Nov 13, 2025
img
এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস করলেন ডেমোক্র্যাট সদস্যরা Nov 13, 2025
img
দুই সপ্তাহ পার, এখনও পুরোপুরি সুস্থ নন হাসান মাসুদ Nov 13, 2025
img
সায়েদাবাদ থেকে সীমিত পরিসরে ছাড়ছে দূরপাল্লার বাস Nov 13, 2025
img
জুলাই সনদ ও গণভোট নিয়ে আজ আসতে পারে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত Nov 13, 2025
img
ঢাকায় পৌঁছেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী Nov 13, 2025
img
সালমানের ‘এশিয়ান ট্যুর’ থেকে বাদ পড়লেন অভিনেত্রী সোনাক্ষী Nov 13, 2025
img
ভাঙ্গায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে রেখেছে, বাস চলাচল বন্ধ Nov 13, 2025
img

ইসলামাবাদে বোমা হামলা

নিরাপত্তা শঙ্কা উপেক্ষা করে পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা Nov 13, 2025
img
৫ আগস্ট আইন হাতে তুলে না নেয়াকে দুর্বলতা ভাবছে শেখ হাসিনা: ড. হেলাল Nov 13, 2025
img
‘থালাপতি কাচারি’ গানে গাইলেন বিজয়, ঘণ্টায় ভিউ ১ মিলিয়ন! Nov 13, 2025
img
সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন Nov 13, 2025
img
চট্টগ্রামে শিবিরের শোডাউন Nov 13, 2025
img
৯ বলের ব্যবধানে আক্ষেপ নিয়ে ফিরলেন জয় ও মুমিনুল Nov 13, 2025
img
নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ Nov 13, 2025
img
প্রতিদিন ২-৩টি লবঙ্গের অজানা স্বাস্থ্যগুণ Nov 13, 2025