লাদাখে বিক্ষোভ, বাতিল হলো সোনম ওয়াংচুকের এনজিওর নিবন্ধন

আলাদা রাজ্যের দাবিতে ভারতের লাদাখে বিক্ষোভ ও সহিংসতার ২৪ ঘণ্টা পর সোনম ওয়াংচুকের এনজিও নিবন্ধন বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় ও ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতার অভিযোগ, ওই বিক্ষোভে ‘উসকানি’ দিয়েছেন ওয়াংচুক।

বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লাদাখের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের জন্য ১৯৮৮ সালে ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্টস অব লাদাখ’ নামে একটি অলাভজনক এনজিও গড়ে তোলেন ওয়াংচুক। এনডিটিভি বলছে, বিদেশি অনুদান সংক্রান্ত আইনের একাধিকবার লঙ্ঘন করায় নিবন্ধন বাতিল করা হয়েছে। 

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওয়াংচুকের সংস্থার বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ধরা পড়েছে। তবে সোনম ওয়াংচুক বলেছেন, তাঁকে দমিয়ে রাখার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর সংগঠন কোনো বিদেশি তহবিল নেয় না। আফগানিস্তানের জন্য তাঁদের তৈরি করা প্যাসিভ সোলার হিটেড বিল্ডিং নিতে চেয়েছিল জাতিসংঘ। এর বিনিময়ে তারা অর্থ দিয়েছে। 

লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে ১০ সেপ্টেম্বর থেকে অনশন শুরু করেন লেহ অ্যাপেক্স বডি নামে একটি সংগঠনের ১৫ সদস্য। সোনম ওয়াংচুকও তাদের একজন। অনশনকারীদের মধ্যে দুজন গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে বুধবার হরতালের ডাক দেয় অ্যাপেক্স বডির যুব শাখা। এদিনই পুলিশের সঙ্গে তরুণদের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হন বলে জানিয়েছে এএফপি। তবে এনডিটিভি বলছে, নিহত হয়েছেন চারজন।

বুধবারের সংঘর্ষের পরই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, বিক্ষোভের উসকানি দিয়েছেন ওয়াংচুক। তাঁর বক্তব্যের কারণেই বিক্ষোভকারীরা লাদাখে বিজেপির কার্যালয় ও নির্বাচনী কর্মকর্তার অফিসে হামলা করে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার লাদাখের প্রধান শহর লেহ’তে কারফিউ জারি হয়। এএফপি জানিয়েছে, এদিন শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল দেখা গেছে। শহরটিতে সবসময়ই পর্যটকদের আনাগোনা থাকে। কারফিউয়ের কারণে তারা বেশ বিপাকে পড়েন। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে কাঁটাতার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

লেহ’র এসএনএম হাসপাতালের এক চিকিৎসক জানান, বুধবার থেকে তারা ১০০ জনকে চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন পুলিশের সদস্য। 

ওই চিকিৎসক আরও জানান, আহতদের মধ্যে হাসপাতালে ছয়জনের অস্ত্রোপচার হয়েছে। তাদের তিনজন গুলিবিদ্ধ ছিলেন। বাকিদের পাঁজর ভাঙা ও শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ ছিল।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 14, 2025
মোস্ট ওয়ান্টেড থেকে হোয়াইট হাউস: শারার ঐতিহাসিক সফর Nov 14, 2025
ভারত চীনের সীমান্তে লাদাখে নতুন সামরিক বিমানঘাঁটি উদ্বোধন Nov 14, 2025
img
পর্তুগালের হয়ে প্রথম লাল কার্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর, আইরিশদের বিপক্ষে হার Nov 14, 2025
যে কারণে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালো বিএনপি! Nov 14, 2025
জন্মদিনের রেশ কাটতেই রাজকীয় লুকে মিম Nov 14, 2025
“এই মন তোমাকে দিলাম” গানের এক মুহূর্তেই বিতর্কে পরী Nov 14, 2025
খোয়াবনামায় মিলিয়ন ভিউ, অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেলেন তৌসিফ Nov 14, 2025
হাসিমুখে প্রেম প্রকাশ, উচ্ছ্বসিত রাশমিকা Nov 14, 2025
হামজার গোলটা ক্লাসিক, বাংলাদেশের খেলার উন্নতি হয়েছে: ক্রীড়া উপদেষ্টা আসিফ Nov 14, 2025
img
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট শুরু আজ Nov 14, 2025
img
চুয়াডাঙ্গায় ২০ জামায়াত নেতাকর্মীর বিএনপিতে যোগদান Nov 14, 2025
img
জাবিতে আ. লীগের কর্মসূচির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ Nov 14, 2025
img
১ ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত করল ফ্রান্স Nov 14, 2025
img
শ্রীলঙ্কাকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস পাকিস্তান সেনাপ্রধানের Nov 14, 2025
img
১২ দিনে রেমিট্যান্স এল ১৩৪৬ মিলিয়ন ডলার Nov 14, 2025
img
বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Nov 14, 2025
img
যক্ষ্মায় সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় আছে বাংলাদেশও Nov 14, 2025
img
পাকিস্তানের ২ বিচারপতির পদত্যাগ Nov 14, 2025
img
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা Nov 14, 2025