নেটফ্লিক্স তাদের প্রথম তামিল অরিজিনাল সিরিজ ‘দ্য গেম: ইউ নেভার প্লে অ্যালোন’-এর অফিসিয়াল ট্রেলার উন্মোচন করেছে। বহুল আলোচিত এই থ্রিলার সিরিজটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর ২০২৫-এ। রাজেশ এম সেলভার পরিচালনায় নির্মিত সিরিজটি প্রযোজনা করেছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট, নেটফ্লিক্সের সহযোগিতায়। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওটিটির জায়ান্ট প্রতিষ্ঠানটি এর আগে কোনো তামিল সিরিজ প্রকাশ করেনি। এবারই প্রথম তামিল গল্প নিয়ে কাজ করেছে।
সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শ্রদ্ধা শ্রীনাথ। এটিই তার প্রথম ওয়েব সিরিজ। তার সঙ্গে অভিনয় করেছেন সান্তোষ প্রথাপসহ আরও অনেকে। কাহিনি এক গেম ডেভেলপারকে ঘিরে। তার ভার্চুয়াল জগতের নানা বিষয় ধীরে ধীরে বাস্তব জীবনে প্রভাব ফেলতে শুরু করে। এরপরই শুরু হয় নানা জটিলতা, আর ঘটে ভয়াবহ সব পরিণতি। এ নিয়েই এগিয়ে যাবে সিরিজটির গল্প।
পরিচালক রাজেশ এম সেলভা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘এই সিরিজে আমি চেয়েছি বাস্তব ও কল্পনার সীমারেখা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে। এটি শুধু মনস্তাত্ত্বিক থ্রিলার নয়, পারিবারিক আবেগ আর টানাপোড়েনও এর সঙ্গে জড়িয়ে আছে। আজকের ডিজিটাল যুগে অনলাইনের ঘটনা সবসময় অনলাইনেই থাকে না সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি।’
সিরিজটির চিত্রনাট্য লিখেছেন দীপথি গোবিন্দারাজন। সহ-লেখক হিসেবে কাজ করেছেন রাজেশ এম সেলভা ও কার্তিক বালা। অন্যদিকে শ্রদ্ধা শ্রীনাথ তার চরিত্র নিয়ে বলেন, ‘একজন গেম ডেভেলপার হিসেবে কাজ করা এবং পরে নিজের সৃষ্টিই যখন বাস্তব জীবনে শত্রুতে পরিণত হয়, সেটা ছিল ভয়ংকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। রাজেশের পরিচালনায় কাজ করে মনে হয়েছে প্রতিটি দৃশ্যেই আমার জীবনের সঙ্গে জড়িয়ে গেছে।
সিরিজটিতে আরও অভিনয় করেছেন চন্দিনী, শ্যামা হারিনী, বালা হাসান, সুবাশ সেলভম, ভিভিয়া সান্ত, ধীরজ ও হেমা। ট্রেলার এরই মধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। সিরিজটি নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে আগামী ২ অক্টোবর।
এসএস/এসএন