এবার নেতানিয়াহুর দখলদারিত্বের বিরুদ্ধে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলকে পশ্চিম তীর দখল (অ্যানেক্স) করতে দেবেন না। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের আগে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর অ্যানেক্স করতে দেব না। এটা ঘটবে না।’

সোমবার ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে। এ সময় ট্রাম্প আরও বলেন, গাজা নিয়ে একটি চুক্তি খুব কাছাকাছি।

গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীর দখল শেষ করতে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বাড়তি চাপের মুখে পড়েছে। ইতোমধ্যে একের পর এক পশ্চিমা দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।

তবে ইসরায়েলের অতি-ডানপন্থীরা মনে করছে, পশ্চিম তীর অ্যানেক্স করলে এ ধরনের স্বীকৃতি ঠেকানো সম্ভব হবে।

নেতানিয়াহুর সরকারে থাকা অতিরাষ্ট্রবাদী মন্ত্রীরা বারবার পশ্চিম তীরকে সম্পূর্ণভাবে অ্যানেক্স করার দাবি তুলছেন।

যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে এ ধরনের পদক্ষেপ না নিতে সতর্ক করেছে। সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, পশ্চিম তীর অ্যানেক্স করা হবে নৈতিক, আইনি ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।

বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি নেতানিয়াহুসহ অন্যান্য মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “আমরা গাজার বিষয়ে একটি চুক্তির খুব কাছাকাছি এবং হয়তো শান্তিরও।”

সেই দিনই জাতিসংঘ সাধারণ পরিষদে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তিনি বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। সোমবার ফ্রান্স এ পরিকল্পনা ঘোষণা করে।

৮৯ বছর বয়সী আব্বাসকে যুক্তরাষ্ট্র নিউইয়র্কে সরাসরি উপস্থিত হতে অনুমতি দেয়নি।

তিনি সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানান। গত রোববার কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল স্বীকৃতি দেওয়ার পর ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান মারিনো, অ্যান্ডোরা ও ডেনমার্কও এ তালিকায় যুক্ত হয়।

তবে যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিনকে স্বীকৃতির বিপক্ষে। কারণ তাদের মতে, এটি হামাসকে পুরস্কৃত করার সামিল।

আব্বাস বলেন, “শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।” তিনি আরও বলেন, ইসরায়েলি প্রত্যাহারের পর গাজায় পূর্ণ দায়িত্ব নিতে এবং পশ্চিম তীরের সঙ্গে সংযুক্ত হতে ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তুত।

মঙ্গলবার জাতিসংঘে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তারা তাকে সতর্ক করে বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীর অ্যানেক্স করে তবে এর পরিণতি হবে ভয়াবহ।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সাংবাদিকদের বলেন, “আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট পশ্চিম তীরে অ্যানেক্সেশনের ঝুঁকি ও বিপদ খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন।”

বুধবার সকালে ইসরায়েল পশ্চিম তীর ও প্রতিবেশী জর্ডানের মধ্যকার একমাত্র ক্রসিং বন্ধ করে দেয়। এতে দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনির বাইরের বিশ্বে যাতায়াত বন্ধ হয়ে যায়।

এই পদক্ষেপ আসে কয়েকদিন পর, যখন ওই ক্রসিংয়ের কাছে এক জর্ডানি বন্দুকধারীর গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হয়। পরে ওই বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হয়।

এদিকে বুধবার গাজায় ইসরায়েলি হামলায় ৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বেশিরভাগ নিহত হন গাজা সিটিতে।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন আক্রমণে প্রায় ১,২০০ জন নিহত ও ২৫১ জন জিম্মি হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, তখন থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৫,৪১৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ হাজারেরও বেশি শিশু।

গত আগস্টে জাতিসংঘ-সমর্থিত সংস্থা আইপিসি জানায়, গাজায় পাঁচ লাখেরও বেশি মানুষ “দুর্ভিক্ষ, চরম দারিদ্র্য ও মৃত্যুর মতো ভয়াবহ পরিস্থিতির” মধ্যে রয়েছে। যদিও নেতানিয়াহু বারবার গাজায় দুর্ভিক্ষ চলছে এমন অভিযোগ অস্বীকার করেছেন।

একটি জাতিসংঘ তদন্ত কমিশন বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রতিবেদনের বিরোধিতা করে বলেছে, এটি “বিকৃত ও মিথ্যা”।

যুদ্ধ ও দখলদারিত্ব বন্ধ করতে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে।

আরও দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইউরোপীয় কমিশন ইসরায়েলের সঙ্গে বাণিজ্যে সীমাবদ্ধতা আনা ও সরকারের চরমপন্থী মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে। এগুলো কার্যকর হলে গাজা যুদ্ধ নিয়ে ইইউ’র সবচেয়ে কঠোর পদক্ষেপ হবে।

এ সপ্তাহে মাইক্রোসফট ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের সঙ্গে কিছু সেবা বন্ধ করে দিয়েছে। তদন্তে দেখা গেছে, গাজায় গণ-নজরদারিতে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

তবুও নেতানিয়াহু ইসরায়েলকে আরও বেশি আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: বিবিসি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আপনারা সংখ্যালঘু না, কেউ আপনাদের সম্পত্তি দখল করতে পারবে না : মান্নান Nov 14, 2025
img
বিএনপি ও জামায়াতের কথামতো হয়েছে সনদ: নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 14, 2025
img
বারবার ধোকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না : রেজাউল করীম Nov 14, 2025
img
বাংলাদেশে সিরিজ জিতে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান Nov 14, 2025
img
শেখ মুজিব স্বাধীনতা চায়নি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন: জয়নুল আবদিন Nov 14, 2025
img
যুবদল নেতার হামলায় আহত ৩ পুলিশ Nov 14, 2025
img
শাকসু নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা Nov 14, 2025
img
রাজধানীতে আ. লীগের ককটেল ফ্যাক্টরির সন্ধান, অভিযান পুলিশের Nov 14, 2025
img
জাতীয় সংসদের সার্বভৌমত্বে ‘জবরদস্তিমূলক হস্তক্ষেপ’ নয়: সালাহউদ্দিন আহমদ Nov 14, 2025
img
১০০তম টেস্টের পরও খেলা চালিয়ে যাবেন মুশফিক, আশা করেন শান্ত Nov 14, 2025
img
দীঘির উদ্দেশ্যে চিঠি লিখলেন পরিচ্ছন্নতাকর্মী Nov 14, 2025
img
মিস ইন্টারন্যাশনালে বাংলাদেশের জেসিয়া ইসলাম Nov 14, 2025
img
ছেলে হত্যার ঘটনায় মামলা করলেন বিচারক Nov 14, 2025
img
বাংলাদেশকে ৮-০ গোলে হারল পাকিস্তান Nov 14, 2025
img
জাপানকে চীনের কড়া বার্তা Nov 14, 2025
img
দেশ বদলাতে প্রয়োজন নতুন রাজনৈতিক বন্দোবস্ত : সাকী Nov 14, 2025
img
নির্বাচনের আগে শিক্ষকদের দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান নুরের Nov 14, 2025
img
কলকাতা টেস্টের প্রথম দিনে শক্ত অবস্থানে ভারত Nov 14, 2025
img
দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু Nov 14, 2025
img
জীবদ্দশায় আর কোনো রাজনৈতিক দল করব না : লতিফ সিদ্দিকী Nov 14, 2025