গাল্লি বয় এবং রকি অউর রানি কি প্রেম কাহানির পর ফের একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। চলচ্চিত্র অঙ্গনের গুঞ্জন অনুযায়ী, তাঁদের নতুন ছবির নাম প্রলয়। এটি একটি ভিন্নধর্মী জম্বি নির্ভর থ্রিলার, যেখানে শুধু ধ্বংস আর আতঙ্ক নয়, মানবিক সম্পর্ক ও মানসিক দ্বন্দ্বও থাকবে সমান গুরুত্বে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই ছবিতে আলিয়া ভাটের চরিত্র কেবল নায়কের প্রেমিকা হিসেবে সীমাবদ্ধ নয়। বরং গল্পের মূল চালিকাশক্তি হিসেবেই তাঁকে গড়ে তোলা হয়েছে।
ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা এক পৃথিবীতে তাঁর চরিত্র নায়কের দৃষ্টিভঙ্গিকে প্রশ্ন করবে এবং চ্যালেঞ্জের মুখে ফেলবে। নির্মাতাদের মতে, এমন শক্তিশালী ও বিশ্বাসযোগ্য চরিত্রের জন্য আলিয়ার মতো অভিনেত্রীই সবচেয়ে উপযুক্ত।
জম্বি, বিশৃঙ্খলা আর বহুস্তর চরিত্রের মেলবন্ধনে প্রলয় হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের অন্যতম সাহসী চলচ্চিত্র পরীক্ষা। রণবীর সিং ও আলিয়া ভাটের এই জুটি আবারও দর্শকের সামনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।
ইউটি/টিএ