ম্যাডক ফিল্মসের ভৌতিক-কমেডি দুনিয়ার রানি শ্রদ্ধা কাপুর ফিরছেন নতুন চমক নিয়ে। প্রযোজক দিনেশ ভিজানের সঙ্গে তিনি হাজির হবেন মুম্বাইয়ের বান্দ্রা ফোর্ট অ্যাম্ফিথিয়েটারে, ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায়। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘থম্মাকেদার’। সেখানেই উন্মোচিত হবে আসন্ন দীপাবলির ছবি ‘দীপাবলিতে রক্তিম প্রেমের গল্প নিয়ে আসছে শ্রদ্ধা কাপুরের ‘থামা’’ নিয়ে বিশেষ চমক।
দর্শকদের কৌতূহল আরও বেড়ে গেছে এক রহস্যময় টিজার লাইন ঘিরে “স্ত্রী…কাল…নয়, পরশু আসছে।” ইঙ্গিত স্পষ্ট, শ্রদ্ধা কাপুর ফিরছেন তার বহুল আলোচিত চরিত্র ‘স্ত্রী’ হিসেবে। ফলে দীপাবলির উৎসবে আলো-ঝলমল আনন্দের পাশাপাশি থাকবে ভয়, রক্ত আর অট্টহাসির নতুন আসর।
‘থম্মা’ ছবিকে বলা হচ্ছে ম্যাডক ইউনিভার্সের প্রথম ‘ব্লাডি লাভ স্টোরি’। ছবিতে একসঙ্গে থাকছে ভৌতিক রহস্য, প্রেমের উন্মাদনা, হাস্যরস আর অ্যাকশন। শক্তিশালী অভিনয়শিল্পীদের সমন্বয়ও ছবিকে করেছে বহুল প্রতীক্ষিত। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও পরেশ রাওয়ালের মতো তারকারা আছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
প্রযোজক সংস্থার লক্ষ্য একটাই দর্শকদের জন্য এমন অভিজ্ঞতা তৈরি করা, যা দীপাবলির আনন্দকে রূপ দেবে ভয় আর রক্তিম প্রেমের বিস্ফোরণে। শ্রদ্ধা কাপুরের প্রত্যাবর্তন ও বহুতারকা সমন্বয়ে এ ছবিই হয়ে উঠতে পারে উৎসব মৌসুমের সবচেয়ে আলোচিত আকর্ষণ।
এমকে/এসএন