নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এতে ওই খনির ভেতর অবস্থানকারীদের শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষ্যদর্শী এবং সেই খনি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে গত বৃহস্পতিবার ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে শুক্রবার মোবাইল ফোনে বলেন, “আমরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও অন্তত ১০০ জনের মরদেহ ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে আছে।”