ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে ভারতের ‘এ’ দলের ম্যাচ থেকে প্রত্যাহারের কারণ অবশেষে প্রকাশ করা হলো। ভারতের এই তারকা ব্যাটার লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নেওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন।
বিসিসিআই সাধারণ সম্পাদক দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, ‘শ্রেয়াস আইয়ার সম্প্রতি যুক্তরাজ্যে ব্যাক সার্জারি করেছেন এবং তার পুনর্বাসন ভালোভাবে হয়েছে। তবে দীর্ঘ ফরম্যাটে খেলতে গিয়ে সাম্প্রতিক সময়ে তিনি পিঠে স্পাজম এবং শক্তি কম অনুভব করছেন।
এই সময়টা তিনি মূলত সহনশীলতা, শারীরিক স্থায়িত্ব ও ফিটনেস উন্নয়নে ব্যয় করতে চান। এই কারণে তাকে ইরানি কাপের জন্য বিবেচনা করা হয়নি।’ প্রথমবারের মতো বিসিসিআই স্বীকার করেছে যে, ‘আইয়ারের দীর্ঘ ফরম্যাটে খেলার ক্ষেত্রে শারীরিক সমস্যা রয়েছে। যদিও প্রাথমিক পুনর্বাসন সফল হয়েছে, টেস্ট বা চার দিনের ক্রিকেটের চাহিদা এখন তার জন্য সীমিত।
তবে সীমিত ওভার ক্রিকেটে আইয়ারের অংশগ্রহণে কোনো বাধা নেই। তিনি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করছেন।
এসএস/টিএ