নিউজিল্যান্ড এই মুহূর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে অভিমত পিটার্সের।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেয়ার সময় পিটার্স বলেন, ‘হামাস গাজার কার্যত সরকার হিসেবে রয়ে গেছে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো স্পষ্টতা নেই। ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র সম্পর্কে অনেক প্রশ্নও রয়ে গেছে। তাই নিউজিল্যান্ডের পক্ষে এই সময়ে স্বীকৃতি ঘোষণা করা বুদ্ধিমানের কাজ নয়।’
গাজা যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা আরও উদ্বিগ্ন যে বর্তমান পরিস্থিতিতে স্বীকৃতির ওপর জোর দেয়া, ইসরায়েল এবং হামাসকে আরও বেশি একগুঁয়ে অবস্থানে ঠেলে যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে।
পিটার্সের এমন ঘোষণা বিরোধী দলের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের কর্মকর্তা হেলেন ক্লার্ক নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে “লজ্জার দিন” বলে অভিহিত করেছেন।
ইএ/টিকে