যুক্তরাষ্ট্রের মাইনর লিগে আবারও দেখা গেছে সাকিব ঝলক। কার্টেল ওভারের ম্যাচে আটলান্টা ফায়ারের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন এই তারকা। জিতেছে তার দলও।
পরমবীর ক্রিকেট কমপ্লেক্স মাঠে আটলান্টা লাইটেনিংয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আটলান্টা ফায়ার। পাঁচ ওভারের ম্যাচে দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই উইকেটের দেখা পান এই তারকা। নিজের চতুর্থ বলে সাজঘরে ফেরান নিকোলাস কীর্তনকে। তার ব্যাট থেকে আসে ৬ রান। এই ওভারে সাকিব খরচ করেন চার রান।
পরের ওভারে জোড়া উইকেট শিকার করেন ড্রাইসডেল। এরপর চতুর্থ ওভারে আবার বোলিংয়ে আসেন সাকিব। এই ওভারের দ্বিতীয় বলেই হিথ রিচার্ডসকে আউট করেন তারকা অলরাউন্ডার। রানের খাতা খুলতে পারেননি রিচার্ডস। নিজের দ্বিতীয় ওভারে সাকিব খরচ করেন ২ রান। সবমিলিয়ে দুই ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সাকিব।
পরের ওভারে আরো দুই উইকেট হারিয়ে নির্ধারিত ৫ ওভারে ৬ উইকেটে ১৯ রানে থামে আটলান্টা লাইটেনিং। ছোট লক্ষ্য তাড়ায় প্রথম বলেই চার হাঁকান আটলান্টা ফায়ারের ওপেনার স্টিফেন টেলর। পরের ওভারে আরো একটি বাউন্ডারি হাঁকান যুক্তরাষ্ট্রের এই ক্রিকেটার। এরপর ইনিংসের তৃতীয় ওভারেই ছক্কা হাঁকিয়ে ১৫ বল বাকি থাকতেই দলের ১০ উইকেটের জয় নিশ্চিত করেন টেলর।
৮ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রানে অপরাজিত ছিলেন স্টিফেন টেলর। অপর ওপেনার জাহমার হ্যামিল্টন অপরাজিত ছিলেন ৭ বলে ৩ রান করে।
এসএস/টিএ